বিনোদন দুনিয়াভিডিও

Kar kache Koi Moner Katha: নতুন টুইস্ট! শিমুলকে বিষ খাইয়ে পথের কাঁটা সরালো পলাশ ও পরাগ, প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

জি বাংলা (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় ইতিমধ্যে নিজের জায়গা পাকাপোক্ত করেছে 'কার কাছে কই মনের কথা (Kar  kache koi Moner Katha)' সিরিয়ালটি।

Advertisements

Kar kache koi moner katha: জি বাংলা (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় ইতিমধ্যে নিজের জায়গা পাকাপোক্ত করেছে ‘কার কাছে কই মনের কথা (Kar kache koi Moner Katha)’ সিরিয়ালটি। যত দিন এগোচ্ছে ততই সমাজের কঠিন বাস্তবতাগুলিকে ধারাবাহিকের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে। যার কারণে টিআরপিও বাড়ছে হুহু করে। শ্বশুরবাড়িতে মেয়েদের প্রতিনিয়ত কী কী বাধা বিপত্তির মধ্যে পড়তে হয় সেই বিষয়টিই তুলে ধরা হচ্ছে এই ধারাবাহিকের মধ্যে দিয়ে। এটি একটি বিবাহিত মেয়ের হার না মানার গল্প।

Kar kache koi moner katha Zee Bangla

ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন, বিয়ের পর থেকেই গল্পের নায়িকা শিমুল বিয়ের পর থেকেই শশুরবাড়িতে অত্যাচারের শিকার হচ্ছে। প্রথম দিকে ননদ ছাড়া শ্বশুরবাড়িতে কাউকে বন্ধু হিসেবে পায়নি সে। নিজের স্বামীও তাকে কখনোই আপন করে নেয়নি। তবে শিমুল ঠিক করে সে কিছুতেই হার মানবে না। সকলের সঙ্গে মানিয়ে চলতে চেষ্টা করে সে। এমনকি ভালোবাসা ও ব্যবহারে নিজের দর্জাল শাশুড়িকেও সে তার দলে টেনে নেয়। শিমুলের এই বাড়বাড়ন্ত মেনে নিতে পারে না তার দেওর পলাশ ও বর পরাগ। তারা ভাবতে থাকে শিমুলের জন্য তাদের বাড়ির শৃঙ্খলা নষ্ট হচ্ছে। কিন্তু তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শিমুল ও তার শাশুড়ি মধুবালা দেবে ঠিক করে নিজেদের ইচ্ছা মত জীবনটাকে উপভোগ করবে তারা। তারা ঠিক করে পাড়ায় দুর্গা পুজো করবে। প্রথম থেকে এই পুজোর আয়োজনেও বাধা সৃষ্টি করে পরাগ ও পলাশ। কিন্তু তার পরেও পূজো হয়।

Advertisements

Kar kache koi moner katha

‘কার কাছে কই মনের কথা (Kar kache koi Moner Katha)’ ধারাবাহিকের সাম্প্রতিক পর্বগুলিতে দেখা গিয়েছে কিভাবে পরাগ ও পলাশ দুর্গা পূজার প্রতিটি অনুষ্ঠান বা আয়োজনে বাধার সৃষ্টি করেছে। শিমুলকে বিপদে ফেলতে একের পর এক প্ল্যান কষে যাচ্ছে তারা। পরাগ ও পলাশকে সঙ্গ দিচ্ছে পলাশের হবু বউ প্রতীক্ষা। এইসবের মাঝে সম্প্রতি একটি এপিসোডে দেখা যায় পরাগ এবং পলাশ শিমুলকে মা দুর্গার সঙ্গেই বিসর্জন করে দেওয়ার কথা বলছে যা শুনে চমকে যায় প্রতীক্ষা। কিন্তু তার পরে সেও নাম লেখায় তাদের দলে।

Advertisements

গল্পে নতুন টুইস্ট! সবাইকে চমকে দিয়ে গিনির সারা জীবনের দায়িত্ব নিল জিষ্ণু, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

Kar Kache Koi Moner Katha New Promo

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে দশমীর দিন ঠাকুর বরণের সময় বিপাশা শিমুলকে বলে তার জন্য একটা সারপ্রাইজ আছে। সেই শুনে খুশি হয় শিমুল। অন্যদিকে পরাগ এবং পলাশ প্ল্যান করে বিষ মেশায় সিদ্ধিতে। পরাগ পলাশকে বলে, মরে যাবে না তো? পলাশ বলে মরলে তাদের কিছু যায় আসে না। সিদ্ধি খেয়েই মাটিতে লুটিয়ে পড়ে শিমুল। পরাগ এসে শিমুলের নিঃশ্বাস আছে কিনা দেখতে গেলে তার হাত ধরে শিমুল বলে ওঠে “কেন করলে এরকম?” এই শুনে সকলেই চমকে ওঠে। এই প্রোমো সামনে আসার পরই হইহই শুরু হয়েছে দর্শকমহলে। প্রথম থেকেই বধূ নির্যাতনের কারণে সংবাদের শিরোনামে উঠে এসছিল এই ধারাবাহিক। এইবার বধূ হত্যার মতো ঘটনা কতটা সাড়া ফেলবে দর্শকমহলে তাই দেখার পালা।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles