New Serial in Zee Bangla: জি বাংলার পর্দায় এইবার জুটি বাঁধছেন স্বীকৃতি-কৌশিক, প্রোমো সামনে আসতেই হইচই দর্শকমহলে
নতুন ধারাবাহিকটির প্রোমোতে দর্শকদের জন্য রয়েছে একের পর এক চমক।

New serial in Zee Bangla Alor Kole: বর্তমানে দর্শক মহলে জনপ্রিয়তা থাকা সত্বেও টিআরপি (TRP LIST) তালিকায় ভালো ফলাফল করতে না পারলেই বন্ধ হচ্ছে একের পর এক ধারাবাহিক। ইতিমধ্যে বিনোদন জগতের প্রথম সারির দুই চ্যানেলে পুরনো ধারাবাহিকগুলির জায়গা দখল করতে এসেছে একের পর এক নতুন ধারাবাহিক। ভিন্ন স্বাদের নতুন নতুন গল্প নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন নির্মাতারা। বেশ কিছুদিন আগে জি বাংলার (Zee Bangla) পর্দায় ‘ মুকুটের (Mukut)’ জায়গায় শুরু হয়েছে ‘মিলি (Mili)’। নারী পাচারের মতো গল্পকে কেন্দ্র করেও বেশিদিন নিজের জায়গা ধরে রাখতে পারেনি মুকুট ধারাবাহিকটি।
New Serial In Zee Bangla
এরপরই শোনা যাচ্ছিল জি বাংলার পর্দায় আসতে চলেছে বেশ কিছু নতুন ধারাবাহিক। তবে কোন ধারাবাহিকের জায়গা দখল করবে নতুন ধারাবাহিক এই নিয়ে সংশয়ে ছিলেন দর্শকমহল। তবে জানা গিয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ‘খেলনা বাড়ি (Khelna Bari)’ ধারাবাহিকটি শেষ হতে চলেছে। ইতিমধ্যে এই ধারাবাহিকের শেষ দিনের শুটিংও সম্পন্ন হয়েছে। কিন্তু এরপরেও আসছিল না কোনো নতুন ধারাবাহিকের প্রোমো। তবে দর্শকদের খুশি করতে জি বাংলার তরফে গতকাল সামনে এসেছে একটি নতুন ধারাবাহিকের প্রোমো। যার নাম ‘আলোর কোলে (Alor Kole)’। নতুন ধারাবাহিকটির প্রোমোতে দর্শকদের জন্য রয়েছে একের পর এক চমক।
New serial in Zee Bangla ‘Alor Kole’ Promo
প্রোমোতে দেখা গিয়েছে বাড়ির বউ সব কাজে পটু। সবার চোখের আড়ালে সমস্ত কাজ সে একাই করে ফেলে। তার একটি ছোট্ট ফুটফুটে মেয়ে রয়েছে। তার সমস্ত কাজও সকলের অলক্ষে করে রাখে তার মা। এরপরই দেখা যায় বাচ্চা মেয়েটি তার বাবার উপর অভিমান করে রাস্তায় ছুটতে ছুটতে বেরিয়ে এলে তার সামনে চলে আসে একটি গাড়ি। তার মা তাকে আটকাতে গেলে বোঝা যায় তার মা বেঁচে নেই কিন্তু ঠিক সেই সময়ই অন্য একজন মহিলা অর্থাৎ ধারাবাহিকের দ্বিতীয় নায়িকা মেয়েটিকে বাঁচিয়ে নিজের কাছে টেনে নেয়।
ধামাকাদার এপিসোড! ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে নীলের জীবনে ফিরে গেল মেঘ
এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে স্বীকৃতি মজুমদার অর্থাৎ স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “মেয়েবেলার মৌ”এবং কৌশিক রায় অর্থাৎ ‘খড়কুটোর’ সৌজন্যকে। তবে চমক এখানেই শেষ নয় সেই সঙ্গেই প্রোমোতে দেখা গিয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তথা গোধূলি আলাপ খ্যাত সমু সরকার এবং জনপ্রিয় খুদে শিল্পী ‘গৌরী এলোতে ‘তারা’র ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী ঋষিতাকে। ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসতে চলেছে এই ধারাবাহিক। এই প্রোমো দেখার পরই ধারাবাহিকটি নিয়ে কৌতূহলী হয়ে উঠেছেন সকল দর্শক। সঙ্গে এই ধারাবাহিকে রয়েছে দর্শকদের প্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। এইবার ধারাবাহিকটি দর্শকমহলে কতটা ভালো সাড়া ফেলতে পারে তারই অপেক্ষায় রয়েছেন সকল দর্শক।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি