Mithi Jhora: নতুন গল্প! জনপ্রিয় তিন নায়িকাকে একসঙ্গে দেখা যাবে জি বাংলার নয়া ধারাবাহিকে
বিভিন্ন চ্যানেলে সম্প্রচারিত ধারাবাহিকগুলিকে টক্কর দিতে জি বাংলার (Zee Bangla)পর্দায় আসছে নতুন একটি ধারাবাহিক। যার নাম মিঠি ঝোরা (Mithi Jhora)।

Mithi Jhora: বর্তমানে বিনোদন জগতের প্রতিটি চ্যানেলেই শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক। এখন যে কোনো ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ করে দেয় টিআরপি (TRP)। জনপ্রিয়তা থাকা সত্বেও টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে না পারলে কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় ধারাবাহিকগুলি। সেই জায়গায় আসে নতুন কোনো ধারাবাহিক। সম্প্রতি জি বাংলা ও স্টার জলসার পর্দায় ভিন্ন স্বাদের বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে। টিআরপি তালিকাতেও বেশ ভালো ফলাফল করছে এই মেগাগুলি।
New serial Mithi Jhora is coming on Zee Bangla
এইবার সেইসব ধারাবাহিকগুলিকে টক্কর দিতে জি বাংলার পর্দায় আসছে নতুন একটি ধারাবাহিক। যার নাম মিঠি ঝোরা (Mithi Jhora)। চ্যানেল কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই ধারাবাহিকটির প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। প্রোমোতে দেখা গিয়েছে তিন বোনের মধ্যে বড় বোনের বিয়ে ঠিক করেছে তার বাবা। দিদির বিয়ে নিয়ে মেতে উঠেছে তার বোনেরা। ঠিক সেই সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়ে তাদের বাবা। ডাক্তার জানিয়ে দেয় তার হাতে খুব বেশি সময় নেই। তার অবর্তমানে সংসারটা জলে ভেসে যাবে এই ভেবে কান্নায় ভেঙে পড়ে নায়িকার মা। ঠিক সেই সময় নিজের কথা না ভেবে বড় বোন হিসাবে সংসারের সব দায়িত্ব কাঁধে তুলে নেয় নায়িকা এবং যে পাত্রের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল সেই পাত্রের হাতে তুলে দেয় তার নিজের মেজ বোনকে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই ধারাবাহিকে তিন বোনের ভূমিকায় দেখা যাবে জি বাংলার (Zee Bangla) ‘খেলনা বাড়ি (Khelna Bari)’ খ্যাত অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity), অভিনেত্রী দেবাদৃতা বসু (Debadrita Basu) যাকে শেষ বার দেখা গিয়েছিল কালার্স বাংলার (Colors Bangla) ‘আলোর ঠিকানা (Alor Thikana)’ ধারাবাহিকে এবং স্বপ্নীলা চক্রবর্তীকে (Swapnila Chakraborty) যাকে স্টার জলসার (Star Jalsha) ‘এক্কা দোক্কা (Ekka Dokka)’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। অনুরাগের ছোঁয়ার বিপরীতে ২৭শে নভেম্বর থেকে এই ধারাবাহিকটি দেখা যাবে টেলিভিশনের পর্দায়। এখন নবাগত এই ধারাবাহিকটি দর্শকমহলে কতটা প্রভাব ফেলতে পারে সেই অপেক্ষাতেই রয়েছেন সকল দর্শক।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি