Anurager Chhowa: ধুন্ধুমার এপিসোড! সূর্যর সামনেই দীপাকে বিয়ের প্রস্তাব দিল অর্জুন
স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে সম্প্রচারিত ধারাবাহিকগুলির মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হলো 'অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)'।

Anurager Chhowa: স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে সম্প্রচারিত ধারাবাহিকগুলির মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)’। এক সময় বেঙ্গল টপার হাওয়া এই ধারাবাহিকের টিআরপি (TRP) এখন অনেকটাই কমে গিয়েছে। আসলে গল্প যেদিকে মোড় নিচ্ছে তাতে সূর্য ও লাবণ্যের চরিত্রটি অসহ্য হয়ে উঠছে দর্শকদের কাছে।
Anurager Chhowa Star Jalsha
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে মিশকা পুত্র সন্তানের জন্ম দেওয়ার পর থেকেই দীপা ও সোনা রূপার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে লাবণ্য। এমনকি সূর্যও পুত্র স্নেহে অন্ধ হয়ে গিয়েছে। শেষ পর্বে দেখা গিয়েছে মিশকার পাপাই এসে লাবণ্যকে জানায় যদি দীপা এই বাড়িতে থাকে তবে সে মিশকা ও তার সন্তানকে নিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে চলে যাবে।
লাবণ্য চায় না যে মিশকা ও তার সন্তান বাড়ি থেকে চলে যাক তাই সে সূর্য ও দীপাকে ডিভোর্স পেপারে সাইন করে আলাদা হয়ে যেতে বলে। সকলে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করলেও দীপা সকলকে জানিয়ে দেয় যেখানে তার সম্মান নেই সেখানে সে থাকবে না। সূর্য প্রথমে প্লাবনের কথায় রাজি না হলে পরে সেও ডিভোর্স পেপারে সাইন করে দেয়। যা দেখে কষ্টে স্ব-ইচ্ছায় সূর্যকে ডিভোর্স দিয়ে নিজের অধিকার ছেড়ে দেয় দীপা। অন্যদিকে রত্না দেবী ও দীপার বাবা সোনা রুপা দীপা, উর্মি দ্বীপ সকলকে নিয়ে তার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের সঙ্গে সেনগুপ্ত বাড়ি ছাড়ে জয়ও। লাবণ্য অসহায় হয়ে পড়ে।
Anurager Chhowa New Episode
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন আগামী পর্ব যেখানে দেখা যাবে দীপার খোঁজ পেতে মরিয়া হয়ে উঠেছে অর্জুন। সব জায়গাতে এসে দীপাকে খুঁজে বেড়াচ্ছে। এমনকি যেইসব জায়গায় দীপার স্মৃতি আছে সেখানেও চলে যাচ্ছে সে। এরপরই দেখা যায় দীপার খোঁজ পেয়ে সে তার বাড়িতে এসে পৌঁছায় এবং দীপার এমন অবস্থা দেখে তাকে বিয়ের প্রস্তাব দেয়।
যদিও এই ভিডিওটি চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়নি বরং ইউটিউবে একটি ফ্যান পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে কী এইবার এই নতুন নায়কের সঙ্গেই নিজের নতুন জীবন শুরু করবে দীপা? কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের আসন্ন পর্বগুলি জানতে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি