বিনোদন দুনিয়াভিডিও

Icche Putul: মোড় ঘোরানো পর্ব! সকলের সামনে নীলের কুকীর্তি দেখিয়ে নীলকে ডিভোর্স দিতে বাধ্য করল মেঘ

ত্রিকোণ প্রেমের কাহিনীকে অবলম্বন করে এগিয়ে চলেছে এই ধারাবাহিকের গল্প।

Advertisements

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় জায়গা করে নিয়েছে ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’। ত্রিকোণ প্রেমের কাহিনীকে অবলম্বন করে এগিয়ে চলেছে এই ধারাবাহিকের গল্প। প্রথম দিকে এই ধারাবাহিক নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠলেও আপাতত সেইসব অতীত।

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে বাড়ির ড্রয়িং রুম সর্বত্রই এই ধারাবাহিকের ক্রেজ তুঙ্গে। নিত্য দর্শকরা সকলেই জানেন গিনিকে স্যানাল বাড়ি থেকে উদ্ধার করে এনে রূপ ও ময়ূরীর চক্রান্ত সকলের সামনে ফাঁস করে দিয়েছে মেঘ। ময়ূরী নিজেকে সকলের সামনে আবারও নির্দোষ প্রমাণ করতে চাইলে তাকে চড় মেরে নিজের জায়গা বুঝিয়ে দেন মীনাক্ষী দেবী। তবে ময়ূরী ঠিক করেছে সে এত সহজে নীলকে ছাড়বেনা।

Advertisements

Icche Putul Zee Bangla

ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বগুলিতে দেখা গিয়েছে মেঘের প্রতি করা প্রতিটি অন্যায়ের জন্য আক্ষেপ করছেন মীনাক্ষী দেবী ও নীল। অন্যদিকে নীলের প্রতি মেঘের মন বিষিয়ে দেওয়ার জন্য তাকে নীলের ভিডিওটি দেখায় ময়ূরী। ময়ূরী ও নীলকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে মনে মনে কষ্ট পায় মেঘ। এরই মধ্যে দেখা যায় মেঘ ও নীলের ডিভোর্সের দিন এসে গিয়েছে। নীল ডিভোর্সের দিন সকাল বেলা শেষবারের মতো তার সঙ্গে তার গাড়িতে করেই কোর্টে যেতে অনুরোধ জানায় মেঘকে। নীলের অনুরোধ ফেলতে না পেরে তার সঙ্গে যেতে রাজি হয় মেঘ।

Advertisements

কিছুটা রাস্তা যাওয়ার পর নীল জানায় সে তার আইডি প্রুফগুলি বাড়িতে ফেলে এসেছে। তাই মেঘকে সঙ্গে নিয়েই তাকে একবার বাড়ি ফিরতে হবে। মেঘ বুঝতে পারে নীল ইচ্ছা করেই এই কাণ্ড ঘটিয়েছে। মেঘ জানিয়ে দেয় সে কোনোভাবেই তাদের বাড়িতে ঢুকবে না। মেঘ গাড়িতে অপেক্ষা করতে থাকলে তার কাছে এসে কথা বলতে থাকে গিনি। গিনি মেঘকে অনুরোধ করে একবার গাঙ্গুলী বাড়ির ভিতরে যাওয়ার জন্য। গিনির অনুরোধে গাঙ্গুলী বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় মেঘ।

Icche Putul New Episode

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে, গাঙ্গুলি বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে মেঘকে বরণ করতে আসেন মিনাক্ষী দেবী। মেঘ তাতে আপত্তি জানালে বেশ কষ্ট পায় সে। এরপর কথায় কথায় মেঘ বুঝিয়ে দেয় এক বছর সে প্রতিটা ক্ষেত্রে কতটা কষ্ট ও অপমান মুখ বুঝে সহ্য করেছে। নীলকে সে জানায় যে, সে আবারও মেঘের বিশ্বাস ভঙ্গ করেছে শুধু তাই নয় গিনিকে ব্যবহার করে সে তার নিজের উদ্দেশ্য পূরণ করেছে। মেঘ একটু কড়া ভাবে সকলের সঙ্গে কথা বললেও সকলেই তাকে সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু করার কথা বলে। কিন্তু মেঘ জানিয়ে দেয় সেটা তার পক্ষে আর কোনোদিনই সম্ভব নয়।কারণ সে তার দিদির সর্বনাশ করতে পারবে না।

এরপরই ময়ূরীর পাঠানো নীল ও ময়ূরীর সেই ঘনিষ্ঠ ভিডিও নীল সহ গাঙ্গুলী পরিবারের সবাইকে দেখায় মেঘ। যা দেখে চমকে যায় সকলেই।

গল্পে নতুন টুইস্ট! ঠাম্মির কথায় শেষবারের মত নীলকে ক্ষমা করল মেঘ, প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব 

Icche Putul

যদিও এখনো পর্যন্ত এই ভিডিওটি চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়নি বরং ইউটিউবের একটি পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। তবে কী এইবার এই ভিডিওর জোরেই নীলকে বিয়ে করতে বাধ্য করবে ময়ূরী! চিরতরে শেষ হয়ে যাবে মেঘ ও নীলের সম্পর্ক! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের আগামী পর্বগুলি! জানতে দেখতে হবে হবে ইচ্ছে পুতুল (Icche Putul)।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles