Kar Kache Koi Moner Katha: পরাগকে জব্দ করতে নতুন ফন্দি! তিন দিনে পাঁচ লাখ টাকা না পেলে পুলিশে যাবে শিমুল
বর্তমানে একের পর এক দুর্ধর্ষ পর্ব নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে জি বাংলার (Zee Bangla) 'কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Katha)' ধারাবাহিকটি।

Kar Kache Koi Moner Katha: বর্তমানে একের পর এক দুর্ধর্ষ পর্ব নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Katha)’ ধারাবাহিকটি। চলতি সপ্তাহতেও টিআরপি (TRP) তালিকায় প্রথম স্থান অর্জন করেছে এই মেগা। টানটান উত্তেজনায় ভরপুর এই ধারাবাহিকের একটি এপিসোডও মিস করতে চাইছেন না দর্শকরা।
Kar Kache Koi Moner Katha Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছিল শিমুলকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য তার শরবতে বিষ মেশায় পলাশ, পরাগ ও প্রতীক্ষা। শরবত খেয়েই অসুস্থ হয়ে পড়ে শিমুল। বিপাশা, সুচরিতা অর্থাৎ শিমুলের পাড়ার বন্ধুরা পরাগ ও পলাশের নামে পুলিশের কাছে অভিযোগ জানায়। কিন্তু সুস্থ হয়ে শিমুল জানায় সে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল তাই পরাগ বা পলাশের এখানে কোনো দোষ নেই। শিমুলের এই কাজে তার থেকে মুখ ফিরিয়ে নেয় তার বান্ধবীরা। বিপাশা জানিয়ে দেয় সে প্রতিবাদী শিমুলকে পছন্দ করত কিন্তু তার এই আচরণ তাদের ভালো লাগছে না। শিমুলকে এক প্রকার বয়কট করে তারা। কিন্তু শিমুলের মনে মনে কী চলছে কেউই তা বুঝতে পারেনা।
Kar Kache Koi Moner Katha Latest Episode
ধারাবাহিকের শেষ পর্বে দেখা গিয়েছে শিমুলকে ধন্যবাদ দেওয়ার জন্য তাকে নিজের ঘরে ডেকে পাঠায় পরাগ। শিমুল জানায় সে এমনি এমনি তাকে বাঁচায়নি কিছু পাওয়ার প্রত্যাশাতেই বাঁচিয়েছে। এরপরই শিমুল পরাগকে বলে তার তিন থেকে চার দিনের মধ্যে পাঁচ লক্ষ টাকা চাই এছাড়াও তার আরও কিছু শর্ত আছে যা না মানলে সে কেসটা নিয়ে আবারও পুলিশের কাছে যাবে। পরাগ জোর গলায় শিমুলকে বলে নির্দোষকে নির্দোষ বলার জন্য টাকা লাগবে কেন! শিমুল পরাগকে বলে সে যে নির্দোষ নয় সেটা সেও জানে এবং সবাই জানে তাই বারবার এক কথা বলার প্রয়োজন নেই।
মোড় ঘোরানো পর্ব! শিমুলের সঙ্গে শতদ্রুর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মধুবালা দেবী!
শিমুল পরাগকে জানিয়ে দেয় যে টাকা মাইনে সে পায় সেই টাকার কিছুটা সংসারে দেওয়ার পর তার কাছে যা পড়ে থাকবে তার অর্ধেক শিমুলকে না দিলে এবং তার সব দাবি পূরণ না করলে পরাগকে ডিভোর্স দেবে না শিমুল।শুধু তাই নয় সে আবারও পুলিশে যাবে। শিমুলের এই নতুন রূপ দেখে ঘাবড়ে যায় পরাগ এবং নিজেকে বাঁচাতে সব শর্তে রাজিও হয়ে যায়। তবে কী এইবার এইভাবেই পরাগকে পথে আনবে শিমুল! জানতে দেখতে হবে কার কাছে কই মনের কথা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি