Tomader Rani: রানীর জীবনে নতুন বিপর্যয়! প্রেগনেন্ট অবস্থায় পরীক্ষা দিতে গিয়ে বিপদে পড়ল রানী
স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হওয়া একঝাঁক নতুন ধারাবাহিকের মধ্যে তোমাদের রানী '(Tomader Rani)' অন্যতম।ইতিমধ্যেই দর্শকদের মন জিতে নিয়েছে এই ধারাবাহিক।

Tomader Rani: স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হওয়া একঝাঁক নতুন ধারাবাহিকের মধ্যে তোমাদের রানী ‘(Tomader Rani)’ অন্যতম। ইতিমধ্যেই দর্শকদের মন জিতে নিয়েছে এই ধারাবাহিক। একজন মেয়ের হার না মানার গল্প নিয়েই শুরু হয়েছে ধারাবাহিকটি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অর্কপ্রভ রায় এবং অভিকা মালাকার (Avika Malakar)।
Tomader Rani Star Jalsha
ধারাবাহিকের সাম্প্রতিক টেলিকাস্ট হওয়া পর্বে দেখা গিয়েছে অনেক ঝামেলা ঝঞ্ঝাটের পর বরের ভালোবাসা ও শশুরবাড়িতে যোগ্য সম্মান পেয়েছে রানী। একাধিক ভুল থাকা সত্বেও সকলেই তাকে আপন করে নিয়েছে। শুধু তাই নয় দূর্জয়ও সমস্ত রাগ ভুলে মনে মনে তাকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু এইসবের পাশাপাশি রানীর একমাত্র লক্ষ্য একজন সফল ও বড় ডাক্তার হওয়া। কিন্তু দুর্জয় কোনোভাবেই রানীর এই স্বপ্নকে সমর্থন করেনা। সে রাণীকে বোঝায় যে একসঙ্গে সব কিছু পাওয়া সম্ভব নয়। কিন্তু রানীও প্রতিজ্ঞা করে সে ভালো বউ হওয়ার সঙ্গে ভালো ডাক্তারও হবে। কিন্তু এরই মাঝে রানী জীবনের মোড় ঘুরে যায় অন্যদিকে। মেডিকেল এন্ট্রান্স দিতে যাওয়ার সময়ই সে মাথা ঘুরে পড়ে যায় এবং পরে জানতে পারে সে প্রেগনেন্ট।
জমজমাট এপিসোড! মান অভিমান ভুলে পূজোর প্রোগ্রামে একসঙ্গে গলা মেলালো নীল ও মেঘ
Tomader Rani New Episode
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আগামী পর্ব যেখানে দেখা যাবে এই খবর জানার পরেও হসপিটাল থেকে সোজা পরীক্ষা দিতে কলেজে চলে যায় রানী। এদিকে দুর্জয় খোঁজ করতে থাকে তার। এরপরই দেখা যায় কলেজে পৌঁছে সে স্যারকে জানায় সে একজন পরীক্ষার্থী এবং তার এই কলেজেই সিট পড়েছে। যা শুনে স্যার তাকে জিজ্ঞেস করে তার সময়ের কী কোনো আক্কেল নেই। তবে কী সময় পেরিয়ে যাওয়ায় মেডিকেল এন্ট্রান্সের পরীক্ষাটা রানীর দেওয়া হবে না! ডাক্তার হওয়ার স্বপ্ন তার অধরাই থেকে যাবে! কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প! জানতে দেখতে হবে তোমাদের রানী।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি