বিনোদন দুনিয়া

Icche Putul: ঘুরে গেল গল্পের মোড়! রূপের সব সত্যি জেনে ময়ূরীকে সিঁদুর পরানোর আগেই নীলের হাত ধরল গিনি! প্রকাশ্যে জমজমাট পর্ব 

বর্তমানে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকের জনপ্রিয়তা তুঙ্গে।

Advertisements

Icche Putul: বর্তমানে জি বাংলার (Zee Bangla) ইচ্ছে পুতুল (Icche Putul) ধারাবাহিকের জনপ্রিয়তা তুঙ্গে। যতদিন যাচ্ছে ততই মানুষের মনে আরও বেশি করে জায়গা করে নিচ্ছে এই ধারাবাহিক। দর্শকের জন্য একের পর এক টুইস্ট ধরা পড়ছে ধারাবাহিকের প্রতিটি পর্বে। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা সকলেই জানেন, মেঘের থেকে নীলকে আলাদা করার জন্য গিনির বয়ফ্রেন্ড রূপের সঙ্গে হাত মিলিয়ে মেঘকে দুশ্চরিত্রা প্রমাণ করে ময়ূরী। এরপরই স্ব-ইচ্ছায় শ্বশুরবাড়ি থেকে ফিরে আসে মেঘ। সে ঠিক করে নীলের সঙ্গে কোনো সম্পর্ক সে আর রাখবে না।

Icche Putul Zee Bangla

Icche Putul: ঘুরে গেল গল্পের মোড়! রূপের সব সত্যি জেনে ময়ূরীকে সিঁদুর পরানোর আগেই নীলের হাত ধরল গিনি! প্রকাশ্যে জমজমাট পর্ব 

Advertisements

কিছুদিন আগে ধারাবাহিকের টেলিকাস্ট করা পর্বে দেখা গিয়েছে নিজের প্রাণ বাঁচাতে নীলের কাছে নিজের কুকর্মের কথা স্বীকার করেছে ময়ূরী। সে জানায়, নিজের ভালোবাসাকে কাছে পাওয়ার জন্যই সে এমন কাজ করতে বাধ্য হয়েছে। এই কথা নীল তার পরিবারের সকলকে জানালেও নীলের মা এবং গিনি কিছুতেই মানতে চায় না কথা। উপরন্তু তারা বলে এই সবই মেঘের চক্রান্ত। গিনি জানায় রূপের সঙ্গে বিয়ে না হলে সে আত্মহত্যা করবে। আপাতত একপ্রকার বাধ্য হই রূপের সঙ্গে গিনির বিয়ের তোড়জোড় শুরু করে গাঙ্গুলী পরিবারের সদস্যরা।অন্যদিকে গাঙ্গুলী বাড়িতে এসে সকলের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই ময়ূরী সে বলে নিজের প্রাণ রক্ষার জন্য বাধ্য হয়ে সে নীলকে মিথ্যে কথা বলেছে। ময়ূরীর সকল কথায় বিশ্বাস করে গাঙ্গুলী বাড়ির সকলেই। এরপরই গিনি পরিবারের সকলের কাছে প্রস্তাব দেয় তার এবং রূপের বিয়ের আগেই ময়ূরী এবং তার দাদার যেন বিয়ে হয়। এই কথায় খুশি হয়ে ময়ূরী এবং নীলের মা বিয়ের দিনক্ষণও ঠিক করে।

এক ঝলকে

Advertisements

Icche Putul New Episode

Icche Putul

তবে এরই মাঝে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকে নতুন পর্বের এক ঝলক। যেখানে দেখা গেল, ময়ূরীকে সিঁদুর পড়ানোর আগেই নীলের হাত ধরে গিনি জানায় এই ধরনের মেয়ে কখনোই তার দাদার বউ হতে পারে না। ময়ূরী কারণ জানতে চাইলে সে জানায় ময়ূরী সকলকে ভেড়া বানাতে গিয়ে আজ নিজেই ভেড়া হয়ে গিয়েছে। এই সব কিছুই যে ময়ূরীর মস্তিষ্কপ্রসূত তা গিনির সামনে তথ্য প্রমাণসহ তুলে ধরে রূপ এবং সে জানায় সে গিনিকে বিয়ে করতে পারবে না। এরপরই এই সকল কথা নীলকে জানায় গিনি।এইবার কী সত্যিই নীল বিয়ের মন্ডপ থেকে তাড়িয়ে দেবে ময়ূরীকে? কী হবে পরবর্তী এপিসোডে?

সব অপমানের যোগ্য জবাব! রাস্তার মধ্যে নীলকে সজোরে থাপ্পড় মারলো মেঘ, প্রকাশ্যে ইচ্ছে পুতুলের দুর্ধর্ষ পর্ব

Icche Putul

না, তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফে এমন কোনো পর্বই প্রকাশ্যে আনা হয়নি। বরং সোশ্যাল মিডিয়ার ফ্যান পেজগুলির তরফে এই ভিডিওটি আপলোড করা হয়েছে ইউটিউব চ্যানেলে। আসলে সকল দর্শকই চাইছেন, যাতে ময়ূরীর আসল রূপ সকলের সামনে এসে এবং মেঘ সসম্মানে শ্বশুরবাড়িতে ফিরে আসে। তবে আপাতত ধারাবাহিকের গল্প যেদিকে এগোচ্ছে সেখানে ময়ূরী কবে ধরা পড়বে তা বলা মুশকিল। কোন দিকে গল্প মোড় নেয় তা দেখতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles