Icche Putul: ঘুরে গেল গল্প! ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে সকলের সামনে নীলকে জড়িয়ে ধরলো মেঘ, প্রকাশ্যে ধামাকাদার পর্ব
জি বাংলা (Zee Bangla) চ্যানেলের একটি অতি জনপ্রিয় ধারাবাহিক হলো 'ইচ্ছে পুতুল (Icche Putul)'।

Icche Putul: জি বাংলা (Zee Bangla) চ্যানেলের একটি অতি জনপ্রিয় ধারাবাহিক হলো ‘ইচ্ছে পুতুল (Icche Putul)’। সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিক নিয়ে চর্চার অন্ত নেই। দর্শকমহলেও এই ধারাবাহিকের ক্রেজ তুঙ্গে। ইদানিং টানটান উত্তেজনায় ভরপুর হয়ে উঠেছে এই ধারাবাহিকটি। আসলে দর্শকরা যেমনটা চেয়েছিলেন সেইদিকেই মোড় নিয়েছে ধারাবাহিকের গল্প।
নিত্য দর্শকরা সকলেই জানেন গিনিকে রূপের বাড়ি থেকে উদ্ধার করে এনে মেঘ প্রমাণ করে দিয়েছে যে সে কোনো মিথ্যা কথা বলেনি। বরং ময়ূরীর বলা প্রতিটি কথা মিথ্যা। ময়ূরী নিজেকে বাঁচাতে গেলেও তার মুখোশটা সকলের সামনে খুলে দেয় গিনি।
Icche Putul Zee Bangla
ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে নীল ও মীনাক্ষী দেবী তাদের করা কাজের জন্য অনুতপ্ত বোধ করেন। গাঙ্গুলী বাড়ির সকলে ঠিক করেন যেভাবে হোক মেঘকে বাড়িতে ফিরিয়ে আনবে। অন্যদিকে দেখা যায় মেঘকে নীলের বিরুদ্ধে আরো বিষিয়ে দেয় ময়ূরী। মেঘ মনে মনে কষ্ট পেলেও মুখে কিছু বলে না। এরই মধ্যে চলে আসে মেঘ ও নীলের ডিভোর্সের তারিখ। নীল মেঘকে অনুরোধ করে শেষবারের মতো তার গাড়িতে তার পাশে বসে যেতে। নীলের জেদের কাছে হার মেনে নেয় মেঘ। এরপরই দেখা যায় মেঘকে আনতে আসে নীল। গাড়িতে ওঠায় পর থেকেই মেঘের সঙ্গে মশকরা করতে থাকে নীল। তার এহেন আচরণের কারণ মেঘ বুঝতে পারেনা।
হঠাৎ নীল জানায় সে তার আইডি প্রুফগুলি বাড়িতে ফেলে এসেছে। মেঘকে তাই তার সঙ্গে একবার যেতে হবে। মেঘ বুঝতে পারে নীল ইচ্ছা করেই এটা করেছে। মেঘ জানিয়ে দেয় সে গাঙ্গুলী বাড়িতে কোনভাবেই ঢুকবে না। মেঘ গাড়িতে বসে থাকলে সেখানে এসে গিনি তার সঙ্গে কথা বলতে থাকে এবং অনুরোধ করে একবার বাড়িতে যেতে।
ধামাকাদার এপিসোড! ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে নীলের জীবনে ফিরে গেল মেঘ
Icche Putul New Episode
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের আসন্ন পর্ব যেখানে দেখা যাবে, ডিভোর্সের জন্য কোর্টে পৌঁছায় মেঘ ও নীল। কিন্তু ততক্ষণে মেঘের মন গলে গিয়েছে। সে বুঝতে পারে নীলকে ছাড়া সে থাকতে পারবে না। যার কারণে ডিভোর্স পেপারে সাইন না করে কাগজটা ছিঁড়ে ফেলে দিয়ে সকলের সামনে নীলকে জড়িয়ে ধরে মেঘ জানায় সে তাকে ছাড়া থাকতে পারবে না। মেঘের এই কাণ্ডে খুশি হয় প্রত্যেকে। মেঘের বাবা মধুমিতা দেবী ও মীনাক্ষী দেবীকে ফোন করে জানিয়ে দেন সবটাই। গাঙ্গুলী বাড়িতে পার্টির আয়োজন করা হয়। ময়ূরী সবটাই দেখতে পায় এবং মনে মনে ভাবে এইবার সে মেঘকে অন্যভাবে জব্দ করবে।
যদিও এই ভিডিওটি চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়নি বরং সোশ্যাল মিডিয়ার ফ্যান পেজের তরফে ভিডিওটি আপলোড করা হয়েছে ইউটিউবে। তবে সত্যিই কী এইবার ময়ূরী অন্য কোনো চাল খেলবে মেঘ ও নীলকে আলাদা করার জন্য! জানতে দেখতে হবে ইচ্ছে পুতুল (Icche Putul)।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি