অফবিট

Nirbhay Thacker: ১৫ বছর বয়সেই ইঞ্জিনিয়ার! জানেন নির্ভয় ঠাকার-এর অসামান্য গল্প? 

একজন তরুণ প্রতিভা হিসাবে শিক্ষার চিরাচরিত নিয়মকে পুনঃরচিত করেছেন নির্ভয়।

Advertisements

Nirbhay Thacker: যে বয়সে সাধারন শিক্ষার্থীরা স্কুল পাশ করে সেই বয়সে একজন ইঞ্জিনিয়ার হয়ে উঠেছে এই কথা যে কোনো কাউকেই অবাক করবে। তবে এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে জামনগরের বাসিন্দা নির্ভয় ঠাকার (Nirbhay Thacker)। তার গল্প সত্যিই অবাক করার মতো। একজন তরুণ প্রতিভা হিসাবে শিক্ষার চিরাচরিত নিয়মকে পুনঃরচিত করেছেন নির্ভয়।

Nirbhay Thacker Passed classes 8-12 In 9 months

Nirbhay Thacker

মাত্র ছয় মাসে অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত তিন বছরের পড়াশোনা শেষ করে নির্ভয়। এরপরেও থেমে থাকেনি সে। মাত্র তিন মাসে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ শেষ করেন তিনি।

Advertisements

মাত্র ১৩ বছর বয়সে তার পকেটে ছিল হাই স্কুলের সার্টিফিকেট এবং মাত্র ১৫ বছর বয়সে গুজরাটের সর্বকনিষ্ঠ প্রকৌশলী হয়ে নজির গড়েছেন তিনি। ৪ বছরের ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (BE) ডিগ্রি কোর্স মাত্র এক বছরে সম্পূর্ণ করে সংবাদের শিরোনামে উঠে আসেন তিনি। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় (মেইন) ৭৫/৩৬০ নম্বর পেয়েছিলেন তিনি। ২০১৮ সালে মাত্র ১৫ বছর বয়সে গুজরাট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (GTU) থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী পেয়েছিলেন নির্ভয়। তিনি তার ঝুলিতে আরও ডিগ্রি সংগ্রহ করতে চেয়েছিলেন। তার লক্ষ ছিল ৩ বছরের মধ্যে ১০টি প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং চার বছরের মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের পাঁচটি শাখা- বৈদ্যুতিক, যান্ত্রিক, কম্পিউটার, ইন্সট্রুমেন্টেশন এবং অটোমেশন এবং রাসায়নিকে ডিগ্রি অর্জন করা।

Nirbhay Thacker: ১৫ বছর বয়সেই ইঞ্জিনিয়ার! জানেন নির্ভয় ঠাকার-এর অসামান্য গল্প? 

নির্ভয়ের এই স্বপ্নকে পূর্ন সমর্থন জানিয়েছেন তার বাবা যিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার এবং মা যিনি পেশায় একজন ডাক্তার। প্রতি মুহূর্তে তারা নির্ভয়ের কৌতুহলকে উৎসাহিত করে এগিয়ে যাওয়ার পথ প্রদর্শন করেছেন। নির্ভয় ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন (IGCSE)-এর অধীনে পড়াশুনা করেছে যা শিক্ষার্থীদের অত্যন্ত দ্রুত এবং অল্প সময়ের মধ্যে স্কুলের পড়াশোনা শেষ করার সুযোগ দেয়।

‘ওয়ান্ডার কিড’! দাদাগিরির মঞ্চে তিন বছরের শিশুর প্রতিভায় মুগ্ধ নেটপাড়া, রইল ভাইরাল ভিডিও

Nirbhay Thacker Youngest Engineer

Nirbhay Thacker

নির্ভয় তার ঝুলিতে দশটি ডিগ্রি নিয়েও থেমে থাকেননি। তিনি তার জীবনে আরও এগিয়ে যেতে চেয়েছিলেন। নির্ভয় গবেষণা এবং পণ্য উন্নয়নে কাজ করার জন্য গান্ধীনগরের নামীদামী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (আইআইটি) যোগ দিয়েছিলেন। তিনি প্রতিরক্ষা খাতে পরবর্তী প্রজন্মের প্রযুক্তি নিয়ে কাজ করতেও চেয়েছেন। ১০টি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়াও তিনি পিএইচডি করতে চান। ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস কর্তৃক ইয়াং অ্যাচিভার অ্যাওয়ার্ডে সম্মানিত হয় নির্ভয়।

নির্ভয়ের মতে পড়াশোনায় সাফল্যের চাবিকাঠি হল যে কোন জিনিস বুঝে পড়া। নির্ভয় বলেন, ‘তিনি বিশ্বাস করে কোনো জিনিস বুঝে পড়লে যে কোনও পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সহজ। তার কথায় এভাবেই তিনি স্কুলিং এবং জুনিয়র কলেজ ক্লিয়ার করেছে। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত নির্ভয় একটি সিবিএসই স্কুলে পাঠরত ছিলেন, তার কথায় সেই স্কুলে ষষ্ঠ শ্রেনী শেষ না হওয়া পর্যন্ত ছাত্র-ছাত্রীদের যেকোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হতো না। তাই সে স্কুল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। এরপরই IGCSE স্কুলে প্রাইভেট প্রার্থী হিসেবে ভর্তি হন নির্ভয়। এটি তাকে এক বছরে পাঁচটি গ্রেড ক্লিয়ার করতে সাহায্য করেছিল।’

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles