ফাইনান্স

Non-Taxable Income: আয়কর দপ্তরের বড় ঘোষণা! এই ৫টি আয়ের ওপর প্রযোজ্য নয় কর, জেনে নিন বিস্তারিত

বেশ কিছু আয়ের উৎস রয়েছে, যেগুলিকে সম্পূর্ণ ছাড় দেয় আয়কর বিভাগ থেকে। বলা বাহুল্য সেগুলি অ-করযোগ্য আয়ের (Non-Taxable Income) তালিকায় পড়ে।

Advertisements

Non-Taxable Income: আয়কর বিভাগের পক্ষ থেকে নির্দিষ্ট উপার্জিত অর্থের ওপরে করে বিশেষ ছাড় রয়েছে। তবে সেই অর্জিত আয়ের পরিমাণ বেড়ে গেলেই, তার উপরে ভাগ বসায় ভারতীয় আয়কর বিভাগ। এর মধ্যে বেশ কিছু আয়ের উৎস রয়েছে, যেগুলিকে সম্পূর্ণ ছাড় দেয় আয়কর বিভাগ থেকে। বলা বাহুল্য সেগুলি অ-করযোগ্য আয়ের (Non-Taxable Income) তালিকায় পড়ে। এমনই ৫ ধরনের আয়ের উৎস রয়েছে, যেগুলোর বিশেষ নিয়ম মেনে আয়কর বিভাগ থেকে সম্পূর্ণ কর্ম মুক্ত করা হয়েছে। সেগুলি কী কী আর দেরি না করে দেখে নিন এই প্রতিবেদনে।

Non-Taxable Income: Tax is Not Applicable on These 5 Earning Income Tax Department

Non-Taxable Income

Advertisements

১৯৬১ সালে আয়কর আইন অনুসারে, কৃষি থেকে উপার্জিত অর্থকে সম্পূর্ণ করমুক্ত রাখা হয়েছে.। এছাড়া স্থাবর সম্পত্তি কিংবা পৈত্রিক সম্পত্তি থেকে আয় করা কেও আয়কর বিভাগ থেকে সম্পূর্ণ ছাড়ের তালিকায় রাখা হয়েছে।

আয়কর আইন ৫৬(২) ধারা অনুসারে, কোন কাছের আত্মীয় যদি সম্পত্তি, গয়না, টাকা বা যানবাহন উপহার দেয়; সেগুলি সম্পূর্ণ করমুক্ত হবে। এছাড়া যদি আত্মীয় ছাড়া অন্য কেউ এ যাবতীয় বেশি অর্থের জিনিস উপহার দেয়, সে ক্ষেত্রে ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড় দেবে সরকার।

Advertisements

করযোগ্য আয় না হলেও করুন ITR ফাইল, মিলবে একগুচ্ছ সুবিধা

Non-Taxable Income

শিক্ষার্থীরা শিক্ষালাভের জন্য বিভিন্ন ক্ষেত্র থেকে বৃত্তি পেয়ে থাকে। আয়কর দপ্তরের পক্ষ থেকে এইসব বৃত্তিগুলি করমুক্ত করা হয়েছে। এর সাথে মহাবীর চক্র, পরমবীর চক্র, বীর চক্র ইত্যাদি পেশায় পারিবারিক পেনশনভোগীদের করের তালিকা থেকে বাদ রাখা হয়েছে।

চাকরি বা ব্যবসা থেকে যে জাতীয় অর্থ উপার্জন করা হয়, সেগুলিরও নির্দিষ্ট পরিমাণ অর্থের ওপর সম্পূর্ণ করমুক্ত রেখেছে আয়কর দপ্তর।

Non-Taxable Income

সরকারি কর্মচারীরা মৃত্যু কিংবা অবসরের সময় যে পরিমাণ গ্র্যাচুইটি পায়, তা সম্পূর্ণ করমুক্ত রাখা হয়েছে। এছাড়া বেসরকারি কর্মচারীরাও অবসরের সময় যে ১০ লাখ টাকা গ্র্যাচুইটি পায়, আয়কর দপ্তর তার ওপরেও কোন কর রাখে না।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles