ফাইনান্স
Note Printing Cost: ১০ থেকে ২০০০, কোন নোট ছাপাতে কত খরচ হয়? RBI- দিল হিসেব
নোট ছাপাখানা থেকে বিশেষ পদ্ধতিতে ছাপার পরে আমাদের হাতে আসে
Advertisement

Advertisements
Note Printing Cost : আমরা দৈনন্দিন জীবনে যে অর্থ অর্থাৎ নোট ব্যবহার করে থাকি, সেগুলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ছাপাখানা থেকে বিশেষ পদ্ধতিতে ছাপার পরে আমাদের হাতে আসে। বর্তমান সময়কালের ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০, ২০০০- এই নোট গুলির ব্যবহারই দেখা যায়। যদিও ইতিমধ্যে ২০০০ টাকার নোট বন্ধের নোটিশ দিয়েছে সরকার। ছাপাখানা থেকেও এর প্রিন্টিং আজ বন্ধের মুখে। অনেকেরই মনে প্রশ্ন থাকে, এই প্রিন্টিং প্রেসের ব্যাপারে।
এক নজরে
বাংলায় কোথায় রয়েছে এই টাকার প্রিন্টিং প্রেস
পশ্চিমবঙ্গেও RBI একটি প্রিন্টিং প্রেস খুলেছে, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে। এছাড়া পশ্চিমবঙ্গের বাইরে কর্নাটকের মাইসুরেও একটি ছাপাখানা রয়েছে। তবে ২০২১ সালের পর এই ছাপাখানায় ব্যবহৃত কাঁচামালের দাম অনেকটাই বেড়ে গেছে। যদিও এই অর্থের পরিমাণটা জানাটা অতটাও সহজ নয়।
কত খরচ হয় টাকা ছাপাতে? Note Printing Cost
- একটি ২০০০ টাকার নোট ছাপাতে প্রায় ২.৩৭ টাকা খরচা হয় Note Printing Cost। যেকোনো নোটের মধ্যেই এটিই সব থেকে বেশি পরিমাণ অর্থ নেয় ছাপার জন্য।
- ৫০০ টাকার নোট ছাপানোর জন্য খরচ হয় ২.২৯ টাকা।
- ২০ টাকার নোট ছাপানোর জন্য খরচা হয় এই মাত্র ৯৫ পয়সা কিন্তু এর থেকে আবার ১০ টাকার নোট ছাপাতে বেশি টাকা খরচ হয়।
- একটি ১০ টাকার নোট ছাপানোর জন্য খরচা হয় ৯৬ পয়সা।
- ৫০ টাকার নোট ছাপাতে খরচ হয় ১.১৩ টাকা।
- ১০০ টাকার নোট ছাপানোর জন্য খরচ হয় ১.৭৭ টাকা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ঘুরে আসতে পারেন- এখান থেকে