ট্রেন্ডিং

Observation Challange: কুমিরের ছবি দুটির মধ্যে ৩টি পার্থক্য খুঁজে বের করুন, সময় মাত্র ১১ সেকেন্ড

দৃষ্টিশক্তি এবং বুদ্ধি শক্তির মাধ্যমে এই জাতীয় ধাঁধাগুলির সমাধান করা সম্ভব।

Advertisements

Observation Challange: ছোটবেলা থেকেই মিল-অমিলের খেলাগুলি সকলের কাছে বেশ জনপ্রিয়। ছোট বাচ্চা হোক কিংবা বড়রা, সকলেই এই জাতীয় চোখের ধাঁধার সমাধান করতে বেশ পছন্দ করে। দৃষ্টিশক্তি এবং বুদ্ধি শক্তির মাধ্যমে এই জাতীয় ধাঁধাগুলির সমাধান করা সম্ভব। কখনো শব্দ, কখনো সংখ্যা, কখনো বা ছবির দ্বারা অপটিক্যাল ইলুয়েশনের এই জাতীয় খেলাগুলি খেলে নেওয়া যায়। আজকের এই প্রতিবেদনে এরকম একটি মজাদার ধাঁধার ছবি হাজির করা হলো পাঠকদের উদ্দেশ্যে। যার সমাধান মজার ছলেই বের করে নিতে হবে সকলকে।

Observation Challange: Spot 3 Differences in The Crocodile Picture

Observation challenge

দুটি ছবি রাখা আছে যেখানে একটি কুমিরকে দেখা গেছে। তার পরনে রয়েছে সাদা রংয়ের টি শার্ট, নীল রঙের জিনিস, পায়ে স্নিকার্স এবং কাঁধে একটা ব্যাগ ঝোলানো। এই ছোট্ট কার্টুন সরীসৃপটির দুটি ছবিতে তিনটি পার্থক্য রয়েছে আর এগুলোই বুদ্ধিমত্তার সাথে খুঁজে বের করতে হবে পাঠককে। আপাতদৃষ্টিতে দেখলে ছবি দুটি এক মনে হবে পাঠকের। তবে এর মধ্যে কিন্তু খুব সূক্ষ্ম তিনটি পার্থক্য রয়েছে। তাই মনের ধৈর্য নিয়ে বসে পড়ুন উত্তর খুঁজতে।

Advertisements

Spot 3 Differences in 11 Seconds

Observation Challange:

সমাধানকারীদের সুবিধার্থে বলে রাখা ভালো, এই চোখের ধাঁধার সমাধান কিন্তু অতি সহজেই বের করা যাবে। তবে এর জন্য সময় মাত্র ১১ সেকেন্ড। উত্তর খুঁজে না পেলেও কোন চিন্তা নেই, উত্তর থাকবে প্রতিবেদনের শেষে।

পান্ডার ছবি দুটির মধ্যে রয়েছে ৫টি পার্থক্য, খুঁজে বের করুন মাত্র ১৫ সেকেন্ডে

Spot The Difference Solution

Observation Challange:

আপনার সময় শেষ হলো ঠিক এখানেই। এবার আর দেরি না করে দেখে নিন সঠিক উত্তরটি কী। সমাধানকারীর বোঝার সুবিধার্থে তিনটি পার্থক্য বিশেষভাবে চিহ্নিতকরণ করে দেওয়া হল।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles