Offbeat Darjeeling: পাহাড়ের নির্জনতা উপভোগ করতে ঘুরে আসুন, রংপো নদীর ধারে কালিম্পংয়ের সুন্দরী গ্রাম সীমানাদারা
নির্জন ঠান্ডা সুন্দর পাহাড়ি এলাকায় ঘুরতে যাবার জন্য বেছে নিতে পারেন, কালিম্পং-এর প্রতি সুন্দর গান সীমানাদারায়

Offbeat Darjeeling : শহর জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। মাঝেমধ্যেই দু-চার ফোঁটা বৃষ্টি আশ্বাস দেখালেও, মন চাইছে পাহাড়ি কোন ঠান্ডার এলাকায় পৌঁছে যেতে। নির্জন ঠান্ডা সুন্দর পাহাড়ি এলাকায় ঘুরতে যাবার জন্য বেছে নিতে পারেন, কালিম্পং-এর প্রতি সুন্দর গান সীমানাদারায়। যেখান থেকে সিকিম উপভোগ করতে পারবেন মন ভরে। এই জায়গাটি কিন্তু একেবারেই অজানা অচেনা (offbeat Darjeeling) তা বলা বাহুল্য।
কোথায় অবস্থিত এই সীমানাদারা গ্রাম (Offbeat Darjeeling)

কালিম্পং-এর একটি অতি সুন্দর ছোট্ট গ্রাম হল এই সীমানাদারা। এটি সিকিমের (sikkim) একেবারে প্রান্ত ঘিরে অবস্থিত। প্রায় ৫ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই সুন্দর গ্রামটির শোভাই যেন আলাদা। এনজিপি থেকে মাত্র ৮৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত সীমানাদারা।
-
দর্শনীয় স্থান

এই গ্রামের অতি কাছে অবস্থিত সিকিমের জনপ্রিয় রংপো নদী। এছাড়া এখান থেকে খুব কাছেই রয়েছে রামধুরা,সিলারিগাঁও, পেডং কোলাখাম, দূরপিনদারা আরো বিভিন্ন মনোরম স্থান। এই পাহাড়ি গ্রামে গেলেই চারিদিকে নজরে পড়বে পাইনের জঙ্গল আর পাহাড়।
-
কিভাবে যাবেন

এনজিপি স্টেশন থেকে যেকোনো গাড়ি ভাড়া করে ৮৮ কিলোমিটার পথ পেরোলেই পড়বে এই সীমানাদারা (simanadara) গ্রাম। এছাড়া সিকিমের পাক ইয়ং এয়ারপোর্ট থেকেও অতি কাছে এই স্থানটি।
আরো পড়ুন – পৃথিবীর এই ৫ জায়গায় ২৪ ঘন্টাই দিন, রাত কি জানেন না এখানকার বাসিন্দারা
-
কোথায় থাকবেন

এটি একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র হওয়ায়, নানান হোমস্টে গড়ে উঠেছে এই স্থান ঘিরে। আগে থেকেই বুক করে আসতে পারেন এখানের হোমস্টেতে। এছাড়া বেছে নিতে পারেন নিজের মন মতন হোমস্টে, যেখানে বেডরুমের জানলা খুললেই হাতছানি দেবে মাউন্টেন। হোমস্টেতে পেয়ে যাবেন খাওয়া-দাওয়ার ব্যবস্থাও। কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা না হলেও, হোমস্টেতে থেকেই উপভোগ করবেন পাহাড়ি গ্রামের মনোরম পরিবেশ।