Oily Skin Care Tips: সারাদিন মুখে তেলতেলে ভাব? ঘরোয়া টোটকাতেই হবে মুশকিল আসান
বর্ষাকালে তৈলাক্ত ত্বকের সমস্যা আরও বাড়ে। ব়্যাশ, জ্বালাভাব, ব্রণ সহ স্কিনের নানান সমস্যায় ভুগতে হয় এই সময়।

Oily Skin Care Tips: তৈলাক্ত ত্বক মানেই সারাবছর দেখা দেয় নানান সমস্যা।। বর্ষাকালে তৈলাক্ত ত্বকের সমস্যা আরও বাড়ে। ব়্যাশ, জ্বালাভাব, ব্রণ সহ স্কিনের নানান সমস্যায় ভুগতে হয় এই সময়। আর তাই প্রয়োজন সঠিক যত্নের । না না, ত্বকের যত্ন নেওয়ার জন্য বারবার ছুটতে হবে না পার্লারে। বরং বাড়িতেই খুব সহজে মুক্তি পাওয়া যাবে তৈলাক্ত ত্বকের হাত থেকে। এর জন্য মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম (Oily Skin Care Tips)। কী কী? জেনে নেওয়া যাক বিস্তারিত।
বিশেষজ্ঞদের মতে, ত্বকের প্রকৃতি অনুযায়ী সমস্যা আলাদা হয়। তাই তার চিকিৎসাও আলাদা। এই মরশুমে তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে রেহাই পেতে রয়েছে বেশ কিছু ঘরোয়া টোটকা (Oily Skin Care Tips)। সেগুলো জানা থাকলে বর্ষায় তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে মুক্তি সম্ভব।
Oily Skin Care Tips
- অ্যালোভেরা (Aloevera):
তৈলাক্ত ত্বকের সমস্যায় সবচেয়ে বেশি উপকারী অ্যালোভেরা। এতে রয়েছে দুর্দান্ত সব উপাদান। বর্ষাকালে ত্বকের নানান সমস্যার হাত থেকে মুক্তি পেতে ব্যবহার করা যেতে পারে অ্যালোভেরা প্যাক। এর জন্য কেবলমাত্র মুখে লাগিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল এরপর অপেক্ষা করতে হবে 15 মিনিট। তারপর নরমাল জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।
- দই (Yoghurt):
ত্বকের জন্য ভীষণ উপকারী দই। এটি ত্বককে এক্সফলিয়েট করতে সাহায্য করে। তৈলাক্ত ত্বকের হাত থেকে মুক্তি পেতে দুই তিন টেবিল চামচ দই লাগিয়ে নেওয়া যেতে পারে মুখে। এই প্যাক বেশ কিছুক্ষণ রাখার পর নরমাল জলে ধুয়ে নিতে হবে।
- বেসন এবং হলুদ (Gram flour & Turmeric):
2 টেবিল চামচ বেসন এবং এক চিমটি হলুদ ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ নারকেল তেল। এরপর ভালো করে সেটিকে মাখিয়ে লাগিয়ে নিতে হবে মুখে। 10 মিনিট রেখে নরমাল জলে ধুয়ে নিতে হবে।
- নিমপাতা (Neem):
2 টেবিল চামচ গুঁড়ো নিমপাতার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এক টেবিল চামচ দই। এই পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে 20 মিনিট। তারপর ধুয়ে নিতে হবে।
- হলুদ এবং লেবুর রস (Turmeric and Lemon Juice):
এক চা চামচ হলুদ এবং এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে তৈরি করতে হবে পেস্ট। ঘড়ির কাঁটা দেখে 10 মিনিট লাগিয়ে রাখতে হবে মুখে।
- মুলতানি মাটি (Multani Mitti):
ত্বক নরম রাখতে ভীষণ উপকারী মুলতানি মাটি। তবে তৈলাক্ত ত্বকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে আপেল সিডার ভিনেগার এবং মধু। এরপর একটি প্যাক বানিয়ে সেটা ভালো করে মুখে লাগিয়ে নিতে হবে। 10 মিনিট রাখার পরেই নরমাল জল দিয়ে ধুয়ে নিলেই হবে মুশকিল আসান।
- মধু এবং চন্দন পাউডার (Honey &Sandalwood Powder):
2 টেবিল চামচ মধু এবং চন্দনের গুঁড়ো ভালো করে মিশিয়ে লাগিয়ে নিতে হবে মুখে। রাখতে হবে 10 মিনিট।
- ওটমিল এবং দই (Oatmeal & Curd):
2 টেবিল চামচ দই এবং ওটমিল নিতে হবে। ভালো করে সেটিকে মাখিয়ে লাগিয়ে নিতে হবে মুখে। 10 মিনিট অপেক্ষা করার পর ধুয়ে নিতে হবে নরমাল জল দিয়ে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি