
Viral Video: সোশ্যাল মিডিয়ার দর্শক সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মুঠোফোনের পাতায় উঠে আসছে বিশ্বের নানান প্রান্তের ঘটনা। কিছু কিছু ভিডিওর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যাচ্ছে। যে কোন অদ্ভুত কর্মকান্ড এই সোশ্যাল মিডিয়ার দ্বারা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে একটি বৃদ্ধের মন ভালো করা নাচ। যা দেখে প্রশংসা মুখরিত হয়ে উঠেছে সাইবার মহল। শুধু তাই নয় ভিডিওতে থাকা আরও অন্যান্য দর্শকরাও কিন্তু উৎফুল্ল হয়ে উঠেছে ওই বৃদ্ধটিকে দেখে।
Elderly Man’s Dance to Koi Ladki Hai
ভিডিওটিতে দেখা গেছে, এক বৃদ্ধ যার পরনে রয়েছে প্যান্ট এবং শার্ট, চোখে চশমা। ১৯৯৭ সালের জনপ্রিয় সিনেমা ‘দিল তো পাগল হ্যায়’র জনপ্রিয় গান ‘কই লাড়কি হ্যায়’, যা লতা মঙ্গেসকার এবং উদিত নারায়ন গেয়েছিলেন। সেই গানেই নাচ করছেন ওই বৃদ্ধ। এই ছবিটিতে যেমনভাবে শাহরুখ খান, মাধুরী দীক্ষিত এবং কারিশ্মা কাপুরের অভিনয় সকলকে মুগ্ধ করেছিল; ঠিক একইভাবে এত বছর পরে ওই বৃদ্ধের মন ভালো করা নাচ সকলকে আবারো মুগ্ধ করে তুলেছে।
Viral Video on Social Media
ইনস্টাগ্রামে (Instagram) বিজয় খারোতে নামের অ্যাকাউন্ট থেকে ওই ভিডিওটি তুলে ধরা হয়েছে। হাসিমুখে থাকা এই বৃদ্ধ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। মাত্র কিছুদিনের মধ্যেই প্রায় ৬ মিলিয়ন ভিউজ পেয়েছে ভিডিওটি।
Netigen’s Reaction
নানান মন ভালো করা মন্তব্যে ভরে উঠেছে এই ভিডিওর কমেন্ট বক্স। নেটিজেনরা কেউ লিখেছে, ‘ভালো’। কেউবা লিখেছে, ‘সব সময় এরকমই হাসতে থাকুন’। আবার আরেকজন লিখেছে, ‘আপনাকে দেখে ভালো লাগলো চাচা’। আরেক ব্যক্তি লিখেছে, ‘আপনাদের সবাইকে দেখে ভালো লাগছে’।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি