টেকনোলজি

OPPO Reno 10 5G: ফ্লিপকার্টে শুরু হল Oppo Reno 10 5G প্রি-অর্ডার, আকর্ষণীয় দামে পেয়ে যান দুর্দান্ত ফোনটি

ভারতের এর আগে এই মডেল লঞ্চ করেনি।

Advertisements

OPPO Reno 10 5G: চলতি মাসে ভারতীয় বাজারে আসতে চলেছে OPPO Reno 10 5G। মোট ৩টি মডেলে আসতে চলেছে এই সিরিজটির, যার মধ্যে রয়েছে Reno 10, Reno 10, Reno 10 Pro+। ভারতের এর আগে এই মডেল লঞ্চ করেনি। আনুষ্ঠানিকভাবে এর বিক্রি শুরু হতে চলেছে খুব শীঘ্রই। ফ্লিপকার্টে শুরু হয়ে গিয়েছে প্রি-অর্ডার। থাকতে চলেছে অত্যাধুনিক ফিচারসহ একেবারে স্বল্প মূল্যের রেনোর মডেলগুলি। তাহলে আর দেরি না করে জেনে নিন বিস্তারিত।

OPPO Reno 10: Specifications

OPPO Reno 10 5G

  • ডিসপ্লে: OPPO Reno 10 রয়েছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড স্কিন। এর সাথে ১২০ এইচজেড রিফ্রেশ রেট। সেলফি শ্যুটারের জন্য রয়েছে পাঞ্চ হোল এবং ২৪০ এইচজেড টাচ স্যাম্পেলিং রেট।
  • প্রসেসর: এই ফোনে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৫০ এসওএস।
  • র‍্যাম ও স্টোরেজ: ৮ জিবি র‍্যাম সহ ২৫৬ জিবি স্টোরেজ থাকবে এই ফোনে।

OPPO Reno 10 5G

Advertisements
  • ক্যামেরা: OPPO Reno 10 থাকবে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। ৩২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ।
  • ব্যাটারি: ৬৭ ওয়াটের ফার্স্ট চার্জিং সহ ৫০০০ এমএএইচের ব্যাটারি থাকবে।
  • সংযোগ: ফাইভ জি, ফোর জি, ওয়াই ফাই, ব্লুটুথ জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট।

৮ জিবি ফোন, মাত্র ৭ হাজার টাকায়! দুর্দান্ত অফারে স্মার্টফোন নিয়ে এল এই সংস্থা

OPPO Reno 10 5G: Price

OPPO Reno 10 5G

OPPO Reno 10 5G ৮ জিবি+ ২৫৬ জিবি মডেলের দাম হবে ৩২,৯৯৯ টাকা। ফ্লিপকার্টে ২০ শে জুলাই থেকে প্রি অর্ডার করা যাবে এই সেটটি। এসবিআই, এইচডিএফসি, অ্যাক্সিস, আইসিআইসিআই ব্যাংকের কার্ডের দ্বারা নো কস্ট ইএমআই পাওয়া যাবে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles