Optical Illusions: মাত্র ১০ সেকেন্ডে উল্টো অক্ষরের মাঝে লুকিয়ে থাকা সোজা অক্ষরটিকে খুঁজে পেলেই আপনি জিনিয়াস!
বর্তমান দিনে সোশ্যাল মিডিয়ায় এই অপটিক্যাল ইলিউশন (Optical Illusions) বা দৃষ্টিবিভ্রমগুলি বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

Optical Illusions: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিনোদনের পাশাপাশি মজার বুদ্ধির খেলা ভাইরাল হতে দেখা যায়। এই সমস্ত বুদ্ধির খেলাগুলিতে মানুষ আগ্রহ সহকারে অংশগ্রহণ করে থাকে। বর্তমান দিনে সোশ্যাল মিডিয়ায় এই অপটিক্যাল ইলিউশন (Optical Illusions) বা দৃষ্টিবিভ্রমগুলি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এই অপটিক্যাল ইলিউশনের মধ্যে আবার অন্যতম হল স্পট দ্য ডিফারেন্স অর্থাৎ দুটি ছবি বা একটি ছবির মধ্যে থাকা অমিল খুঁজে বের করতে হবে একজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তির মানুষকে। অপটিক্যাল ইলিউশনগুলি দেখে খুবই সোজা লাগলেও এইগুলির সঠিক সমাধানের জন্য প্রয়োজন প্রখর দৃষ্টিশক্তি ও উপস্থিত বুদ্ধি। আজকাল নিজের অবসর সময়ে এই মজার ধাঁধাগুলিতেই অংশ নেয় নেটিজেনরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয়েছে। আজকের প্রতিবেদনে সমাধানকারীদের জন্য রইল সেই ধাঁধাটি।
Optical illusion: Spot The Letter G In This Image
উপরে প্রদত্ত ছবিটির দিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে একই সঙ্গে অনেকবার উল্টো G লেখা রয়েছে।আপাতদৃষ্টিতে সবকটি অক্ষরকে উল্টানো লাগলেও এর মাঝে লুকিয়ে আছে একটি সোজা G। আর যা খুঁজে বের করতে হবে একজন সমাধানকারীকে।
Spot The Letter G In This Image
তবে এখন চ্যালেঞ্জ হলো মাত্র ১০ সেকেন্ডের মধ্যে এই সোজা G-কে খুঁজে বের করতে হবে উল্টে থাকা G-এর মধ্যে থেকে।
ছবিটির প্রতি গভীরভাবে মনোনিবেশ করলেই খুঁজে পাওয়া যাবে সোজা G-কে।
কি খুঁজে পাওয়া গেল?
ঘড়ির কাঁটা কিন্তু এগিয়ে চলেছে।
সময় প্রায় শেষের দিকে।
মাত্র ১৮ সেকেন্ডের মধ্যে ব্যতিক্রমী পান্ডাটিকে খুঁজে বের করতে পারলেই আপনি জিনিয়াস!
Solution
সমাধানকারীদের দেওয়া সময় শেষ হলো এখানেই। এখনো পর্যন্ত প্রায় ১% মানুষ এই ধাঁধার সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছেন। ইতিমধ্যে অনেকেই এই ধাঁধার সমাধান করে ফেলেছেন। আবার অনেকেই ব্যর্থ হয়েছেন। যারা উত্তরটি দিতে পারেননি তাদের চিন্তার কোনো কারণ নেই উত্তরটিকে ছবির মধ্যে চিহ্নিত করে তাদের জন্য উপস্থাপন করা হলো। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে এই ধাঁধার সমাধান করতে পেরেছে তাঁদের দৃষ্টিশক্তির সত্যিই তারিফ করা উচিত।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি