Optical Illusion: হারিয়ে যাওয়া ‘144’- কে খুঁজে বের করুন, সময় মাত্র 14 সেকেন্ড
সোশ্যাল মিডিয়ায় বিনোদনের পাশাপাশি জনপ্রিয়তা অর্জন করেছে এই প্রকার চোখের ধাঁধাঁগুলি।

Optical Illusion: আপনারও কী ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টিশক্তি রয়েছে! তবে অবশ্যই অপটিক্যাল ইলিউশন জাতীয় চোখের ধাঁধায় অংশগ্রহণ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় বিনোদনের পাশাপাশি জনপ্রিয়তা অর্জন করেছে এই প্রকার চোখের ধাঁধাঁগুলি। সকল বয়সের মানুষেরা মজার সহিত অংশগ্রহণ করছে এই জাতীয় চোখের ধাঁধায় এবং সমাধানও খুঁজে বের করছে। এই অপটিক্যাল ইলিউশন গুলির মধ্যে অন্যতম হলো স্পট দ্য ডিফারেন্স। এই প্রকার ধাঁধায় একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো একই সংখ্যা, অক্ষর বা শব্দের ভিড়ে লুকিয়ে থাকা ভিন্ন সংখ্যা, অক্ষর বা শব্দটিকে খুঁজে বের করতে হয়। দৃষ্টিশক্তির পাশাপাশি পর্যবেক্ষণ ক্ষমতাকেও বাড়িয়ে তোলা সম্ভব এই প্রকার ধাঁধার সমাধানের মাধ্যমে। আজকের এই প্রতিবেদনেও নেটিজেনদের জন্য এইরকম একটি মজাদার ধাঁধা হাজির করা হল।
Optical illusion: Find the Number 144 among 1A4
উপরের ছবিটিতে দেখা যাচ্ছে অসংখ্যবার ইংরেজিতে 1A4 লেখা রয়েছে। আপাতদৃষ্টিতে দেখে সবগুলিকে একই রকম মনে হলেও এর মধ্যে লুকিয়ে রয়েছে একটি সংখ্যা আর সেটি হল ‘144’। তীক্ষ্ণ দৃষ্টিশক্তির সাহায্যে সমাধানকারীকে এই সংখ্যাটি খুঁজে বের করতে হবে। সূক্ষ্ম পর্যবেক্ষণের দ্বারা ‘1A4’- এর মধ্যে ‘144’- কে খুঁজে বের করতে হবে।
Optical Illusions Challenge: Find the Number 144 in 10 Secs
তবে হ্যাঁ সমাধনকারীদের দেওয়া সময় কিন্তু খুবই কম মাত্র ১০ সেকেন্ড। এরই মধ্যে গভীর পর্যবেক্ষণ ও মনোযোগের দ্বারা ভিন্ন সংখ্যাটিকে চিহ্নিতকরণ করতে হবে। সময় শুরু হল ঠিক এখন।
মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে হবে প্রতিটি সংখ্যাকে।
সমস্যা সমাধানের দক্ষতা প্রমাণ করার এটি এক অন্যতম উপায়।
ঘড়ির সময় প্রায় শেষের মুখে।
মাত্র ১০ সেকেন্ডে ‘F’-এর মাঝে ‘E’-কে খুঁজে পেলেই, আপনি জিনিয়াস
Solution
সমাধানকারীদের দেওয়া ১০ সেকেন্ড শেষ হলো ঠিক এখানেই।যারা এই সীমিত সময়ের মধ্যেই ভিন্ন সংখ্যাটিকে শনাক্ত করে ফেলেছেন তাদের দৃষ্টিশক্তির তারিফ করতে হয়। তবে যারা পারেননি তাদের জন্য উত্তর রয়েছে এই প্রতিবেদনের শেষে। যা বিশেষভাবে চিহ্নিতকরণ করে দেওয়া হয়েছে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি