Optical Illusion: টমেটোর ভিড়ে মিশে যাওয়া তিনটি আপেল খুঁজে বের করুন, সময় মাত্র 20 সেকেন্ড
বর্তমানে নেটদুনিয়ায় বেশ জনপ্রিয়তা লাভ করেছে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) জাতীয় চোখের ধাঁধাগুলি।

Optical Illusion Challenge: বর্তমানে নেটদুনিয়ায় বেশ জনপ্রিয়তা লাভ করেছে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) জাতীয় চোখের ধাঁধাগুলি। অবসরযাপনের জন্য নেটিজনদের কাছে মজার খেলা হয়ে উঠেছে এটি। চোখ ধাঁধানো এই ছবিগুলি থেকে সমাধান খুঁজে বের করতে সকলেই পছন্দ করেন। অপটিক্যাল ইলিউশনগুলি এমন ভাবে তৈরি করা হয় যা মানুষের দৃষ্টিশক্তির পরীক্ষা নেয়। সঙ্গে বুদ্ধিমত্তার পরিচয়ও পাওয়া যায়। আজকের প্রতিবেদনে তেমনই একটি অপটিক্যাল ইলিউশন উপস্থাপন করা হলো।
Optical illusion: Spot Three Hidden Apples Among Tomatoes
উপরের প্রদত্ত ছবিটির দিকে লক্ষ করলে দেখা যাবে, একাধিক টমেটো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপাতদৃষ্টিতে সব টমেটোগুলিকে একই রকম লাগলেও এটিই আসল চোখের ধাঁধা। কারণ এই টমেটোর মাঝে লুকিয়ে আছে তিনটি আপেল। যা খুঁজে বের করতে হবে একজন সমাধানকারীকে। আসলে ছবিটি এমন ভাবেই তৈরি করা হয়েছে যা মানুষের সামনে এক প্রকার বিভ্রম সৃষ্টি করবে। তাই ধাঁধার সমস্যা সমাধানের জন্য ছবিটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে।
Find Three Hidden Apples In Less Than 20 Sec
তবে হ্যাঁ সমাধানকারীদের হাতে সময় ২০ সেকেন্ডেরও কম। এর মধ্যে লাল চকচকে টমেটোর ভিড়ে লুকিয়ে থাকা তিনটি আপেলকে শনাক্ত করতে হবে সমাধানকারীকে। সময় শুরু হল ঠিক এখন।
সূক্ষ্ম পর্যবেক্ষণের দ্বারা লাল চকচকে টমেটোর ভিড়ে মিশে যাওয়া তিনটি আপেল শনাক্ত করতে হবে।
মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে হবে ছবিতে থাকা প্রত্যেকটি টমেটোকে।
সময় কিন্তু এগিয়ে চলেছে।
কি খুঁজে পাওয়া গেল লুকিয়ে থাকা তিনটি আপেলকে? সময় কিন্তু প্রায় শেষের মুখে।
‘d’-র ভিড়ে হারিয়ে যাওয়া ‘b’- অক্ষরগুলিকে খুঁজে বের করুন, সময় মাত্র 8 সেকেন্ড
Solution
সমাধানকারীদের দেওয়া ২০ সেকেন্ড শেষ হলো ঠিক এখানেই। ইতিমধ্যে অনেকেই তাদের তীক্ষ্ণ দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে ধাঁধার সমাধানে আসতে সক্ষম হয়েছে। আবার অনেকেই বিফল হয়েছেন। তবে যারা পারেননি তাদের হতাশ হবার কোনো কারণ নেই, প্রতিবেদনের শেষে বিশেষভাবে তিনটি আপেলকে চিহ্নিতকরণ করে দেওয়া হয়েছে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি