ট্রেন্ডিং

Optical Illusion: পদ্ম ফুলের মাঝে লুকিয়ে থাকা ব্যাঙকে খুঁজে বের, সময় মাত্র ৭ সেকেন্ডে

দৃষ্টিশক্তির পরীক্ষা করিয়ে নেওয়ার এক অন্যতম পন্থা হলো এই অপটিক্যাল ইলিউশন।

Advertisements

Optical illusion: দৃষ্টিশক্তির পরীক্ষা করিয়ে নেওয়ার এক অন্যতম পন্থা হলো এই অপটিক্যাল ইলিউশন। কখনো শব্দ, কখনো সংখ্যা, কখনো বা কিছু ছবি নিয়ে এই জাতীয় ধাঁধা হাজির হয়। সমাধানকারীরাও অত্যন্ত মজার সঙ্গে এই ধাঁধার সমাধান বের করতে বসে পড়ে। বহু প্রাচীন কাল থেকেই এইরূপ চোখের ধাঁধা বেশ জনপ্রিয়। বর্তমানে চোখের ধাঁধার সমাধান বের করার জন্য আর ম্যাগাজিনের পাতা উল্টাতে হয় না বরং এখন সোশ্যাল মিডিয়ার পাতাতেই  অতি সহজেই এই ধাঁধাগুলি খুঁজে পাওয়া যায়। দৃষ্টিশক্তি এবং বুদ্ধিদীপ্ততার সাহায্যে চোখের ধাঁধার সমাধান বের করা সহজ। আজকের এই প্রতিবেদনেও এরকম একটি মজাদার ধাঁধা এনে হাজির করা হলো।

Optical illusion: Find a Frog among Lotus

Optical Illusion

Advertisements

এই প্রতিবেদনে যে ধাঁধাটি দেখা যাচ্ছে, তা ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই অনেক রকম প্রতিক্রিয়া জানিয়েছে ধাঁধার উত্তর হিসাবে। তাই দেরি না করে দেখে নেওয়া যাক ধাঁধাটি। ভালোভাবে চোখ রাখতে হবে ছবিটির দিকে। ছবিটিতে লক্ষ করলেই দেখা যাচ্ছে জলের মাঝখানে ফুটে রয়েছে অসংখ্য পদ্ম ফুল আর এই পদ্ম ফুলগুলির মাঝেই লুকিয়ে রয়েছে একটি ব্যাঙ। আপাত দৃষ্টিতে অবশ্য ব্যাঙটিকে খুঁজে পাওয়া সম্ভব নয়। এর জন্য দরকার গভীর পর্যবেক্ষণের।

Find Frog in 7 Seconds

Optical illusion

হাতে সময় কিন্তু খুব কম মাত্র ৭ সেকেন্ডের মধ্যেই খুঁজে বের করতে হবে পদ্ম ফুল ও পাতার ভিড়ে হারিয়ে যাওয়া ব্যাঙকে। তবে দেরি না করে শুরু করে দিন খোঁজার কাজ। গভীর মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে হবে ছবিটিকে। ইতিমধ্যে অনেকেই হয়তো ব্যাঙটিকে চিহ্নিতকরণ করে ফেলেছেন। আবার কেউ কেউ পদ্ম ফুলের মাঝেই হারিয়ে গেছেন।

সময় কিন্তু প্রায় শেষের মুখে। নিজের তীক্ষ্ণ দৃষ্টিশক্তিকে কাজে লাগাতে হবে ভালোভাবে।

ছবি থেকে খুঁজে বের করুন ভিন্ন পোকাটিকে , সময় মাত্র ২০ সেকেন্ড

Find Frog in 7 Seconds: Solution

Optical Illusion

সময় শেষ হল ঠিক এখানেই। এই সূক্ষ ধাঁধাটির উত্তর খুঁজে পাওয়া হয়তো অতটাও সহজ নয় সমাধানকারীদের জন্য। তবে এতগুলি প্রস্ফুটিত ফুলের মাঝে ব্যাঙটি কিন্তু ঠিক তাকিয়ে আছে সমাধানকারীর দিকেই। যদিও অনেকেই তা খুঁজে পায়নি। তবুও হতাশ হওয়ার কোন কারণ নেই। ভালোভাবে আবারও ছবিটির দেখে চোখ রাখলেই দেখা যাবে ব্যাঙটিকে আলাদা ভাবে চিহ্নিতকরণ করে দেওয়া হয়েছে। আসলে পাতার রং এবং ব্যাঙের রং একসাথে মিশে যাওয়ায়, তা খুঁজে পাওয়া খুবই কঠিন।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles