ট্রেন্ডিং

Optical Illusion: অনেকগুলি ‘POKE’ শব্দের ভিড়ে লুকিয়ে আছে ‘JOKE’ শব্দটি, ১৫ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার পাতাতে জনপ্রিয়তা অর্জন করেছে অপটিক্যাল ইলিউশন জাতীয় চোখের ধাঁধাগুলি।

Advertisements

Optical Illusion: সারাদিনের একঘেয়ে কর্মব্যস্তময় জীবন থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ বেছে নিচ্ছে সোশ্যাল মিডিয়াকে। বিভিন্ন বিনোদনের পাশাপাশি বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার পাতাতে জনপ্রিয়তা অর্জন করেছে অপটিক্যাল ইলিউশন জাতীয় চোখের ধাঁধাগুলি। তীক্ষ্ণ দৃষ্টিশক্তি এবং প্রখর বুদ্ধিদীপ্ততার সাহায্যে চোখের বিভ্রম সৃষ্টিকারী এই ধাঁধার সমাধানে আসা যাচ্ছে। কখনো শব্দ, কখনো সংখ্যা, কখনো বা ছবি; এইসব দিয়েই তৈরি করা হচ্ছে ধাঁধার বিষয়বস্তু। ৮ থেকে ৮০ সকলেই আনন্দের রসদ খুঁজে পাচ্ছে ধাঁধার সমাধান বের করার মাধ্যমে। আজকের এই প্রতিবেদনেও এরকমই একটি মজাদার ধাঁধা হাজির করা হলো। দেরি না করে চলুন দেখে নেওয়া যাক।

Optical illusion: Find the Word ‘Joke’ among ‘Poke’

Optical illusion

Advertisements

উপরের ছবিটিতে লক্ষ্য রাখলে দেখা যাচ্ছে ইংরেজিতে ‘POKE’ শব্দটি লেখা রয়েছে একাধিকবার। আপাত দৃষ্টিতে দেখলে এইসব শব্দগুলি একরকম মনে হচ্ছে ঠিকই। তবে এরই ভিড়ে লুকিয়ে রয়েছে একই রকম দেখতে একটি ভিন্ন শব্দ, সেটি হলো ‘JOKE’। P আর K-এর এই সূক্ষ পার্থক্যকে খুঁজে বের করার মাধ্যমে তীক্ষ্ণ দৃষ্টিশক্তির পরীক্ষা করে নেওয়া যাবে। তবে হ্যাঁ এর পাশাপাশি পর্যবেক্ষণ ক্ষমতাকেও কাজে লাগাতে হবে।

Find the Word ‘Joke’ among ‘Poke’ in 15 Secs

Optical illusion

সমাধানকারীদের হাতে সময় কিন্তু সীমিত মাত্র ১৫ সেকেন্ড। শুরু করে দেওয়া যাক খোঁজার কাজ।

মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে থাকুন শব্দগুলি।

সময় কিন্তু এগিয়ে চলেছে দ্রুতগতিতে ।

সমস্যা সমাধানের দক্ষতাকে প্রমাণ করে নিন।

তীক্ষ্ণদৃষ্টি থাকলেই ‘WORK’ শব্দটিকে খুঁছে পাবেন, সময় মাত্র ১৭ সেকেন্ড

Solution

Optical illusion

সমাধানকারীদের দেওয়া ১৬ সেকেন্ড শেষ হলো ঠিক এখানেই। অনেকেই হয়তো ইতিমধ্যেই ‘JOKE’ শব্দটিকে চিহ্নিতকরণ করে ফেলেছে। তবে যারা পারেনি তাদের জন্য বিশেষভাবে চিহ্নিতকরণ করে দেওয়া হল শব্দটিকে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles