Optical Illusion: মাত্র ৩০ সেকেন্ডে 4-এর ভিড়ে হারিয়ে যাওয়া 8-কে খুঁজুন!
এই ইলিউশনগুলি চোখের সামনে এক প্রকার ধাঁধার সৃষ্টি করে।

Optical Illusion: বর্তমানে সাইবারবাসীদের মধ্যে অপটিক্যাল ইলিউশনের;(Optical Illusion) ক্রেজ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন। এই ইলিউশনগুলি চোখের সামনে এক প্রকার ধাঁধার সৃষ্টি করে। কখনো ছবির মধ্যে মিল-অমিল খুঁজে বের করা তো কখনো একই ছবির মধ্যে থেকে ব্যতিক্রমী কোনো জিনিসকে শনাক্ত করার মাধ্যমে ধাঁধার সমাধানে আসা সম্ভব। তবে ধাঁধাগুলি দেখতে সোজা লাগলেও সমাধান করা বেশ কঠিন। এই ধরনের ধাঁধার সমাধানে প্রয়োজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তি ও প্রখর বুদ্ধিদীপ্ততা। আজকের প্রতিবেদনে একটি চোখের ধাঁধা হাজির করা হলো।
Optical illusion: Spot The Odd Number 8
উপরে প্রদত্ত ছবিটির দিকে লক্ষ করলে দেখা যাবে একাধিকবার ইংরেজিতে 4 লেখা রয়েছে। আপাতদৃষ্টিতে সব সংখ্যাগুলিকে একই রকম লাগলেও এরই মাঝে লুকিয়ে আছে একটি ভিন্ন নম্বর। যা হলো 8। যা খুঁজে বের করতে হবে সমাধানকারীদের। ধৈর্য সহকারে খুঁজলেই সমস্যার সমাধানে আসা সম্ভব।
Spot The Odd Number 8 In Just 30 Secs
তবে সমাধানকারীদের হাতে সময় খুবই কম মাত্র ৩০ সেকেন্ড। এর মধ্যে তীক্ষ্ণ দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে খুঁজে বের করতে হবে ব্যতিক্রমী সংখ্যাটিকে। সময় শুরু হলো ঠিক এখন।
মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করলেই 4-এর ভিড়ে 8-কে খুঁজে পাওয়া যাবে।
সময় কিন্তু এগিয়ে চলেছে।
কি খুঁজে পেলেন?
ঘড়ির কাঁটা বলছে সময় কিন্তু প্রায় শেষের মুখে।
মাত্র ৮ সেকেন্ডে ছবির মধ্যে ব্যতিক্রমী সংখ্যাটিকে খুঁজে বের করতে পারলেই আপনি জিনিয়াস
Solution
সমাধানকারীদের দেওয়া সময় শেষ হলো ঠিক এখানেই। ইতিমধ্যে অনেকেই খুঁজে পেয়েছেন 8 সংখ্যাটিকে। আবার অনেকেই 4-এর ভিড়ে হারিয়ে গিয়েছেন। তবে যারা পারেননি তাদের চিন্তার কোনো কারণ নেই প্রতিবেদনের শেষে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে উত্তরটিকে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি