Optical Illusion: ছবির মধ্যে রয়েছে একটি ভিন্ন বল, মাত্র ১২ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস
বর্তমানে অপটিক্যাল ইলিউশনের ধাঁধাগুলিও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে সোশ্যাল মিডিয়ায়।

Optical Illusions: মুঠোফোনের মাধ্যমে গোটা দুনিয়া আজ হাতের মুঠোয়। কর্মব্যস্তময় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে এই ফোন। সারাদিনের ক্লান্তি দূর করার জন্য সাধারণ মানুষ বেছে নিচ্ছে সোশ্যাল মিডিয়াকে। সোশ্যাল মিডিয়ায় পৃথিবীর বিভিন্ন প্রান্তের খবরের পাশাপাশি, বর্তমানে অপটিক্যাল ইলিউশনের ধাঁধাগুলিও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ৮ থেকে ৮০ সকলেই এই প্রকার চোখের ধাঁধায় অংশগ্রহণ করছে এবং সমাধান খুঁজে বের করার মাধ্যমে নিজে দৃষ্টিশক্তির পরীক্ষা করিয়ে নিচ্ছে। একই জিনিসের ভিড়ে হারিয়ে যাওয়া ভিন্ন জিনিসটিকে চিহ্নিতকরণের মাধ্যমে ধাঁধার সমাধানে আসা সম্ভব হচ্ছে। আজকের এই প্রতিবেদনেও এরকম একটি মজাদার ধাঁধা এনে হাজির করা হলো, তাহলে চলুন দেখে নেওয়া যাক।
Optical illusion: Can You find The Odd Ball?
উপরের ছবিটিতে বেশ কয়েকটি রংবেরঙের বল রয়েছে। আপাত দৃষ্টিতে দেখে সব বলগুলি একইরকম মনে হচ্ছে। তবে আদতে কিন্তু এইসব বলগুলির ভিড়ে লুকিয়ে রয়েছে এমন একটি বল, যা সব বলগুলির থেকে একেবারে আলাদা। এটিকেই চিহ্নিতকরণ করতে হবে একজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তি যুক্ত সমাধানকারীকে। এর পাশাপাশি গভীরভাবে পর্যবেক্ষণও করতে হবে।
Can You find The Odd Ball in 12 Secs?
তবে সমাধানকারীদের হাতে সময় কিন্তু খুব কম মাত্র ১২ সেকেন্ড। এর মধ্যেই মনোযোগ সহকারে গভীর পর্যবেক্ষণের দ্বারা চিহ্নিতকরণ করতে হবে ভিন্ন বলটিকে।
সময় শুরু হল এখন।
গভীর পর্যবেক্ষণের দ্বারা ধাঁধার সমাধানে আসা সম্ভব।
নিজের সমস্যা সমাধানের দক্ষতাকেও প্রমাণ করা যাবে এইভাবে।
সময় কিন্তু প্রায় শেষের মুখে।
কি খুঁজে পাওয়া গেল বলটিকে?
ছবি থেকে খুঁজে বের করুন ভিন্ন পোকাটিকে , সময় মাত্র ২০ সেকেন্ড
Solution
অনেকে হয় ইতিমধ্যেই আলাদা বলটিকে চিহ্নিতকরণ করে ফেলেছেন। তবে যারা পারেননি তারা আরো একবার ছবিটির দিকে তাকালেই দেখতে পাবে, ভিন্ন বলটিকে বিশেষভাবে চিহ্নিতকরণ করে দেওয়া হয়েছে। যে বলটিকে চিহ্নিতকরণ করা হয়েছে তার রং অন্য সব বলগুলির থেকে বেশ আলাদা।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি