ট্রেন্ডিং

Optical Illusions: 8-এর ভিড়ে হারিয়ে যাওয়া 3-কে খুঁজে বের করুন, সময় মাত্র 15 সেকেন্ডে

আজকাল সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই চোখের সামনে ভেসে ওঠে অপটিক্যাল ইলিউশন।

Advertisements

Optical Illusions Vison Challenge: আজকাল সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই চোখের সামনে ভেসে ওঠে অপটিক্যাল ইলিউশন। সোশ্যাল মিডিয়ার পাতায় থাকা এই অপটিক্যাল ইল্যুশনগুলি সমাধানের মাধ্যমে নিজেদের দৃষ্টিশক্তির পরীক্ষাও করিয়ে নিচ্ছেন সাধারণ মানুষ। সীমিত সময়ের মধ্যে ধাঁধার সমাধান করতে নিজেদের চ্যালেঞ্জ জানাচ্ছেন সকলেই। কখনো ছবি, শব্দ বা অক্ষরের মধ্যে মিল-অমিল বা একই শব্দ বা অক্ষরের ভিড়ে লুকিয়ে থাকা ভিন্ন একটি শব্দ বা অক্ষর শনাক্তকরণের মাধ্যমে ধাঁধার সমাধানে আসা সম্ভব হচ্ছে। নেটদুনিয়ায় প্রতিদিনই ভাইরাল হচ্ছে এমন শতাধিক অপটিক্যাল ইলিউশন। আজকের প্রতিবেদনেও সাইবারবাসীর জন্য একটি অপটিক্যাল ইলিউশন উপস্থাপন করা হলো।

Can you spot the number 3 in this optical illusion?

Optical illusion

Advertisements

উপরের ছবিটির দিকে ভালোভাবে লক্ষ করলেই দেখা যাচ্ছে, ইংরেজিতে ‘8’ সংখ্যাটি একাধিকবার লেখা রয়েছে। ছবিটি এমনভাবেই তৈরি করা হয়েছে যে আপাতদৃষ্টিতে সব সংখ্যাগুলিকেই একই রকম লাগবে। তবে এটিই আসল চোখের ধাঁধা। কারণ এই একই সংখ্যার ভিড়ে লুকিয়ে রয়েছে একটি ভিন্ন সংখ্যা। যা খুঁজে বের করতে হবে সমাধানকারীদের।

সমাধানকারীদের সুবিধার্থে বলে দেওয়া হলো সংখ্যাটি হল ‘3’। তীক্ষ্ণ দৃষ্টিশক্তি ও গভীর পর্যবেক্ষণ ক্ষমতাকে কাজে লাগিয়ে ‘8’- এর ভিড়ে ‘3’-কে খুঁজে বের করতে হবে।

Advertisements

Discover The Number ‘3’ In 15 Secs

Optical illusion

তবে হ্যাঁ, সমাধানকারীদের হাতে সময় কিন্তু খুবই কম মাত্র ১৫ সেকেন্ড। এর মধ্যে 8-এর ভিড়ে মিশে যাওয়া 3 সংখ্যাটিকে খুঁজে বের করতে হবে। সময় শুরু হলো ঠিক এখন।

মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে হবে প্রতিটি সংখ্যাকে। সঙ্গে তীক্ষ্ণ দৃষ্টিশক্তিকেও কাজে লাগাতে হবে।

 

কি খুঁজে পেলেন 3-কে ?

 

সময় কিন্তু প্রায় শেষের মুখে।

 

সময় শেষ হলো এখানেই।

10 সেকেন্ডের কম সময়ে সোজা সংখ্যার ভিড়ে লুকিয়ে থাকা উল্টো সংখ্যাটিকে শনাক্ত করুন!

Solution

Optical illusion

ইতিমধ্যে অনেকেই 8-এর ভিড়ে মিশে যাওয়া 3 সংখ্যাটিকে শনাক্ত করে ফেলেছেন। তবে যারা পারেননি তাদের জন্য প্রতিবেদনের শেষে বিশেষভাবে চিহ্নিত করে দেওয়া হল সংখ্যাটিকে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles