Optical Illusion: ছবিতে লুকিয়ে রয়েছে একটি পেঁচা, মাত্র ৫ সেকেন্ডে খুঁজে পেলেই জিনিয়াস
বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে অপটিক্যাল ইলিউশনের ধাঁধাঁগুলি।

Optical illusion: বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে অপটিক্যাল ইলিউশনের (Optical illusion) ধাঁধাঁগুলি। দৃষ্টিশক্তির পরীক্ষা করে নেওয়ার জন্য সব বয়সের মানুষেরাই অংশগ্রহণ করছে এই জাতীয় ধাঁধাতে। চোখের ধাঁধার (Optical illusion) সমাধানের মাধ্যমে বুদ্ধিমত্তার পরিচয়ও দেওয়া যাচ্ছে। হাতে অল্প কিছু সময় থাকলেই মজার সহিত অনেকেই ধাঁধার সমাধান বের করতে বসে পড়ছে। আজকের এই প্রতিবেদনেও এরকমই একটি মজাদার ধাঁধা হাজির করা হলো। যেখানে সমাধানকারীরা নিজেদের দৃষ্টিশক্তির পরীক্ষা করিয়ে নিতে পারবে।
Optical illusion: There’s an Owl Hidden in This Picture, Can You Spot It?
উপরে ছবিটিতে দেখা যাচ্ছে চারিদিকে সবুজ ঘাস এবং কিছু নুড়ি পাথর পরে রয়েছে। আপাত দৃষ্টিতে দেখলে এটি একটি রাস্তায় মনে হচ্ছে। তবে টুইটারে শেয়ার করা এই ছবিটিতে কিন্তু লুকিয়ে রয়েছে একটি পেঁচা আর এটিই খুঁজে বের করতে হবে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি যুক্ত সমাধানকারীকে। গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে ছবিটিকে। তাহলে আর দেরি না করে শুরু করে দেওয়া যাক পেঁচাটিকে খোঁজার কাজ।
There’s an Owl Hidden in This Picture, Can You Spot It in 5 Secs
Spot the camowlflaged Rock Eagle owl (By Hemant K)
by u/ssigea in Superbowl
সমাধানকারীদের উদ্দেশ্যে বলে দেওয়া ভালো হাতে সময় কিন্তু খুব কম মাত্র ৫ সেকেন্ড আর এর মধ্যে পেঁচাটিকে খুঁজে বের করতে হবে। আপাতত টুইটারে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই ধাঁধাটি। জানা গেছে ‘হেমন্ত কে’ নামক এক ব্যক্তি এই অসাধারণ ছবিটি তুলেছে। ধাঁধাটি অতি সহজেই আকৃষ্ট করছে যে কোনো বয়সের মানুষকে।
সমাধানকারীদের দেওয়া ৫ সেকেন্ড শুরু হল ঠিক এখানেই।
ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে।
তীক্ষ্ণ দৃষ্টিযুক্ত ব্যক্তিরা অতি সহজেই উত্তর খুঁজে পেয়ে যাবেন।
বলুন তো লাল চাকতিতে ঘোড়া নাকি গরু রয়েছে? ৩ সেকেন্ডে উত্তর দিলেই আপনি জিনিয়াস
Netizen’s Reactions
তবে জানা গেছে, ওই ধাঁধার উত্তর অনেকেই খুঁজে পায়নি কারণ পেঁচাটি বেশ সুক্ষ ছিল। তবে কেউ কেউ আবার বলেছে, “এক দৃষ্টিতে ছবির দিকে তাকিয়ে থাকার পর, অন্যদিকে তাকিয়ে আবারো ছবিটির দিকে তাকালেই ছোট্ট পেঁচাটিকে খুঁজে পাওয়া যাচ্ছে সহজেই”। তাহলে সময় নষ্ট না করে, এই পদ্ধতি অবলম্বন করে খুঁজতে থাকুন।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি