ট্রেন্ডিং

Optical illusion: অক্ষরের ভিড়ে লুকিয়ে আছে একটি নম্বর, মাত্র ৬ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস!

বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে চোখের ধাঁধাগুলি।

Advertisements

Optical illusion: আপনারও কি রয়েছে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি? তাহলে একবার চক্ষু পরীক্ষা করিয়ে নিন। ধাঁধার সমাধানের মাধ্যমে জেনে নিন নিজের দৃষ্টিশক্তি ঠিক কতটা তুখর! অপটিকাল ইলিউশনের এই ধাঁধাগুলিতে এভাবেই অতি সহজে নিজের দৃষ্টিশক্তির পরীক্ষা করে নেওয়া যায়। কার দৃষ্টি ঠিক কতটা তীক্ষ্ণ, তার প্রমাণ পাওয়া যায় এই জাতীয় চোখের ধাঁধার মাধ্যমে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে চোখের ধাঁধাগুলি। পাঠকরা ঠিক সময় বের করে, ধাঁধার সমাধান করতে বসে পড়ছে। বলাবাহুল্য শুধু তীক্ষ্ণ দৃষ্টিশক্তি নয়, এর পাশাপাশি পর্যবেক্ষণ করার ক্ষমতাও কিন্তু থাকতে হবে। তবে দেখে নেওয়া যাক আজকের ধাঁধাটি।

Optical illusion: Did You Find The Number Among Letters?

Optical illusion

Advertisements

ভালোভাবে ছবিটির দিকে লক্ষ করলে দেখা যাবে একাধিকবার ইংরাজি বর্ণমালার ‘O’ অক্ষরটি লেখা রয়েছে। আপাতদৃষ্টিতে অক্ষরগুলিকে একই রকম লাগলেও এরই মাঝে লুকিয়ে আছে একটি নম্বর। যা খুঁজে বের করতে হবে একজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষকে। সঙ্গে পর্যবেক্ষণ ক্ষমতাকেও কাজে লাগাতে হবে।

Can You Find The Number In 6 Secs?

Optical illusion

Advertisements

৬ সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারলেই আপনি জিনিয়াস! তবে সমীক্ষা বলছে মাত্র ১ শতাংশ মানুষ সঠিক উত্তরটি দিতে পেরেছে। চটপট খোঁজার কাজ শুরু করে দিন। ধৈর্য সহকারে গভীরভাবে মনোনিবেশ করতে করলেই নম্বরটিকে দ্রুত খুঁজে পাওয়া যাবে।

কি খুঁজে পাওয়া গেল নম্বরটিকে?

সময় কিন্তু প্রায় শেষের মুখে।

মাত্র ১০ সেকেন্ডে উল্টো অক্ষরের মাঝে লুকিয়ে থাকা সোজা অক্ষরটিকে খুঁজে পেলেই আপনি জিনিয়াস!

Solution

Optical illusion: অক্ষরের ভিড়ে লুকিয়ে আছে একটি নম্বর, মাত্র ৬ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস!

উত্তর পেলেন? না পেলেও অসুবিধা নেই! সঠিক পর্যবেক্ষণের দ্বারা এর উত্তর বের করতে হবে। সংখ্যাটিকে খুঁজে পেতে সমাধানকারীদের উপর থেকে দ্বিতীয় সারির একদম ডানদিকে চোখ রাখতে হবে। বিশেষভাবে সংখ্যাটিকে চিহ্নিত করে দেওয়া হয়েছে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles