ট্রেন্ডিং

Optical Illusion: অসংখ্য ‘558’-র মাঝে ‘553’ সংখ্যাটিকে খুঁজে বের করুন, সময় মাত্র ১৪ সেকেন্ড

সোশ্যাল মিডিয়ার পাতায় বিনোদনের পাশাপাশি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে অপটিক্যাল ইলিউশন জাতীয় চোখের ধাঁধাঁগুলি।

Advertisements

Optical Illusion: ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টিশক্তি থাকলে অবশ্যই অপটিক্যাল ইলিউশন জাতীয় চোখের ধাঁধায় অংশগ্রহণ করতেই হবে। সোশ্যাল মিডিয়ার পাতায় বিনোদনের পাশাপাশি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই প্রকার ধাঁধাঁগুলি। ৮ থেকে ৮০ সব বয়সের মানুষেরাই অংশগ্রহণ করছে এই জাতীয় চোখের ধাঁধায় এবং সমাধান খুঁজে বের করছে অত্যন্ত মজার সহিত। কখনো শব্দ, কখনো সংখ্যা, কখনো ছবি, এইসব দিয়েই তৈরি করা হচ্ছে ধাঁধার বিষয়বস্তু। দৃষ্টিশক্তির পাশাপাশি পর্যবেক্ষণ ক্ষমতাকেও বাড়িয়ে তোলা যাচ্ছে ধাঁধার সমাধানের মাধ্যমে। আজকের এই প্রতিবেদনেও এরকম একটি মজাদার ধাঁধা উপস্থাপন করা হলো।

Optical illusion: Find the Number 553 among 558

Optical illusion

Advertisements

উপরের ছবিটিতে দেখা যাচ্ছে অসংখ্যবার ইংরেজিতে ‘558’ সংখ্যাটি লেখা রয়েছে। আপাত দৃষ্টিতে দেখে সব সংখ্যাগুলি একই রকম মনে হলেও এই একই সংখ্যার ভিড়ে লুকিয়ে রয়েছে একটি ভিন্ন সংখ্যা আর সেটি হল ‘553’। একজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তিযুক্ত সমাধানকারীকে এই ভিন্ন সংখ্যাটিকেই খুঁজে বের করতে হবে। সূক্ষ্ম পর্যবেক্ষণের দ্বারা ‘8’ আর ‘3’- এর মধ্যে পার্থক্য খুঁজে বের করতে হবে।

Find the Number 553 among 558 in 14 Secs

Optical illusion

তবে হ্যাঁ সমাধানকারীদের হাতে সময় কিন্তু সীমিত, মাত্র ১৪ সেকেন্ড। এরই মধ্যে গভীর পর্যবেক্ষণের দ্বারা ভিন্ন সংখ্যাটিকে চিহ্নিতকরণ করতে হবে। সময় শুরু হলো ঠিক এখন।

মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে হবে সংখ্যাগুলিকে।

সমস্যা সমাধানের দক্ষতাকে প্রমাণ করার এক অন্যতম উপায় এটি।

ঘড়ি বলছে সময় কিন্তু প্রায় শেষের মুখে।

অসংখ্য ৫১৩-র মধ্যে খুঁজে বের করুন ৫১৮ সংখ্যাটিকে, সময় মাত্র ১৫ সেকেন্ড!

Solution

Optical illusion

সমাধানকারীদের দেওয়া ১৪ সেকেন্ড শেষ হলো ঠিক এখানেই। অনেকেই হয়তো ইতিমধ্যে ভিন্ন সংখ্যাটিকে চিহ্নিতকরণ করে ফেলেছেন। তবে যারা পারেনি তাদের জন্য উত্তর রয়েছে এই প্রতিবেদনেই। বিশেষভাবে তা চিহ্নিতকরণ করে দেওয়া হলো।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles