Optical illusion: অসংখ্য ’76’ সংখ্যাগুলির মাঝখানে খুঁজে বের করুন ’67’ সংখ্যাটিকে! সময় মাত্র ২০ সেকেন্ড
এই জাতীয় খেলার মাধ্যমে নিজের বুদ্ধি শক্তি এবং দৃষ্টিশক্তির পরীক্ষা করে নেওয়া যায়।

Optical illusion: ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টিশক্তির পরীক্ষা করাতে গেলে, আজকের এই ধাঁধাটির সমাধান বের করুন। তীক্ষ্ণ দৃষ্টিশক্তি এবং বুদ্ধিশক্তিকে কাজে লাগিয়ে অসংখ্যবার লেখা ’76’ সংখ্যাটির মধ্য থেকে খুঁজে বের করুন ’67’ সংখ্যাটিকে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই জাতীয় চোখের ধাঁধাগুলি। এই ধাঁধার সমাধানের মাধ্যমে একজন মানুষের দৃষ্টিশক্তির ও বুদ্ধিশক্তির, এমনকি সমস্যা সমাধানের দক্ষতাও প্রমাণ করা যায়। তাহলে আর দেরি না করে শুরু করে দিন ধাঁধার সমাধানের কাজ।
Optical illusion: If You Have Sharp Eyes Find The Number 67 Among 76
উপরের ছবিটিতে দেখা যাচ্ছে ইংরেজিতে অনেকবার 76 সংখ্যাটি লেখা রয়েছে। একজন সমাধানকারীকে এর মধ্যে থেকে 67 সংখ্যাটি খুঁজে বের করতে হবে। আপাত দৃষ্টিতে দেখে সব সংখ্যাগুলি এক মনে হলেও, গভীর পর্যবেক্ষণের মাধ্যমে ভিন্ন সংখ্যাটিকে খুঁজে পাওয়া সম্ভব আর এটিই করতে হবে একজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তির মানুষকে। তাহলে আর দেরি না করে শুরু করে দিন খোঁজার কাজ।
If You Have Sharp Eyes Find The Number 67 Among 76 in 20 Secs
সমাধানকারীদের উদ্দেশ্যে বলে রাখা ভালো, হাতে সময় কিন্তু মাত্র ২০ সেকেন্ড । এর মধ্যেই নিজের বুদ্ধিকে থেকে কাজে লাগিয়ে দৃষ্টিশক্তির পরিচয় দিতে হবে। মনোবিজ্ঞানীদের মতে, এই জাতীয় ধাঁধার সমাধানের দ্বারা ধৈর্যশক্তিও বাড়ানো সম্ভব। তাহলে আর অপেক্ষা কিসের সময় শুরু কিন্তু হয়ে গেছে।
কি খুঁজে পেলেন 76-এর মাঝে লুকিয়ে থাকা 67 সংখ্যাটিকে?
ঘড়ি কিন্তু বলছে সময় প্রায় শেষের মুখে! তাই দ্রুত গতিতে খোঁজার কাজ সম্পন্ন করুন।
সময় শেষ হল ঠিক এখানেই।
অসংখ্য 76-এর মধ্যে থেকে খুঁজে বের করুন ’67’ সংখ্যাটিকে! সময় মাত্র ২০ সেকেন্ড
Solution
কি খুঁজে পেলেন সঠিক সংখ্যাটিকে? না পেলেও হতাশার কারণ নেই! বারংবার অনুশীলন করলেই অতি সহজেই এই জাতীয় দাদার সমাধান করা যাবে। তবে আজকের এই প্রতিবেদনে সমাধানকারীদের জন্য উত্তরও রয়েছে। ছবির মাধ্যমে বিশেষভাবে তা চিহ্নিতকরণ করে দেওয়া হলো।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি