ট্রেন্ডিং

Optical Illusion: তীক্ষ্ণদৃষ্টির সাহায্যে 10 সেকেন্ডের কম সময়ে বাল্বের ভিড়ে হারিয়ে যাওয়া ডিম শনাক্ত করুন!

বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে থাকে বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন (Optical Illusions)।

Advertisements

Optical Illusion Challenge: বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে থাকে বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন (Optical Illusions)। এইগুলি মানুষের সামনে ধাঁধা বা পাজলের রূপে উপস্থাপনা করা হয়ে থাকে। নেটিজেনরা এই ইলিউশনগুলি সমাধানের মাধ্যমে নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকেন। এমনকি এইগুলি একজন মানুষের IQ লেভেল বা দৃষ্টিশক্তি পরীক্ষা করারও একটি ভালো উপায়। এখন সবথেকে গুরুত্বপূর্ণ হল অত্যন্ত কম সময়ের মধ্যে প্রদত্ত ধাঁধাটির উত্তর দেওয়া। যার জন্য প্রয়োজন প্রখর দৃষ্টিশক্তি এবং সৃজনশীল চিন্তাভাবনা। সম্প্রতি এমনই একটি অপটিক্যাল ইলিউশন বা ব্রেন ট্রিজার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আজকের প্রতিবেদনে সেই ইলিউশনটি উপস্থাপন করা হলো।

Optical illusion: Spot The Hidden Egg Among Bulbs

Optical illusion

Advertisements

উপরের ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, অসংখ্য সাদা বাল্ব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে এই সাদা বাল্বগুলির মাঝেই লুকিয়ে রয়েছে একটি সাদা ডিম আর যা শনাক্ত করতে হবে একজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষকে। সূক্ষ্ম পর্যবেক্ষণের দ্বারা সাদা বাল্ব এবং সাদা ডিমের মধ্যে পার্থক্য শনাক্ত করতে হবে।

Can You Spot The Egg within 10 secs?

Optical illusion

তবে সমাধানকারীদের উদ্দেশ্যে বলে দেওয়া ভালো, হাতে সময় কিন্তু খুবই কম মাত্র ১০ সেকেন্ড আর এর মধ্যে তীক্ষ্ণ দৃষ্টিশক্তির সাহায্যে খুঁজে বের করতে হবে ডিমটিকে। মনোযোগ সহকারে খুঁজলেই সাদা বাল্বের মাঝে সাদা ডিমকে শনাক্ত করা যাবে। তবে খোঁজার কাজ এখনই শুরু করে দেওয়া যাক। সময় শুরু হল এখন।

এই ধরনের দৃষ্টিবিভ্রম বা অপটিক্যাল ইলিউশনগুলি সমাধানের মাধ্যমে একজন মানুষের IQ লেভেলের পরিচয় পাওয়া সম্ভব।

কি খুঁজে পাওয়া গেল সাদা ডিমটিকে?

সময় কিন্তু প্রায় শেষের মুখে।

মাত্র 15 সেকেন্ডে উল্টো সংখ্যার ভিড়ে সোজা সংখ্যাটিকে খুঁজে বের করুন!

Solution

Optical illusion

সমাধানকারীদের সময় শেষ হলো ঠিক এখানেই ইতিমধ্যে অনেকেই সাদা বাল্বের মাঝে সাদা ডিমটিকে খুঁজে পেয়ে গেছেন। তবে যারা পারেননি তাদের জন্য সমাধান হাজির করা হয়েছে এই প্রতিবেদনে শেষেই।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles