Optical illusion: মাত্র 12 সেকেন্ডে ভিন্ন শব্দগুলির মাঝে ‘Soap’ শব্দটিকে খুঁজে বের করতে পারলেই আপনি জিনিয়াস।
৮ থেকে ৮০ যেকোনো বয়সের মানুষেরাই অত্যন্ত মজার সহিত অংশগ্রহণ করছে অপটিক্যাল ইলিউশনের ধাঁধায়।

Optical illusion: বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় বিনোদনের পাশাপাশি সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেছে অপটিক্যাল ইলিউশনের (Optical Illusions) ধাঁধা। ৮ থেকে ৮০ যেকোনো বয়সের মানুষেরাই অত্যন্ত মজার সহিত অংশগ্রহণ করছে এই প্রকার ধাঁধায়। কখনো শব্দ, কখনো সংখ্যা, কখনো বা ছবি দিয়ে গঠিত হচ্ছে এই প্রকার ধাঁধার বিষয়বস্তু। চোখের বিভ্রম সৃষ্টিকারী ধাঁধাগুলির সমাধান খুঁজে বের করার মাধ্যমে পর্যবেক্ষণ ক্ষমতাকেও বাড়িয়ে তোলা যাচ্ছে সমানভাবে। ঘড়িতে সেট করে দেওয়া সময়ের মধ্যে খুঁজে বের করতে হচ্ছে ধাঁধার সমাধান। আজকের এই প্রতিবেদনেও এরকম একটি মজাদার ধাঁধা হাজির করা হলো।
Optical illusion: Find the Word Soap among Soup
উপরের ছবিটিতে দেখা যাচ্ছে একাধিকবার ইংরেজিতে ‘Soup’ শব্দটি লেখা রয়েছে। আপাতদৃষ্টিতে এই সব শব্দগুলি একরকম মনে হলেও, এই একই রকম শব্দের ভিড়ে লুকিয়ে রয়েছে ‘Soap’ শব্দটি। শুধুমাত্র কয়েকটি অক্ষরের অদল-বদল ঘটিয়ে সূক্ষ্ম পর্যবেক্ষণের দ্বারা এই পরিবর্তনকেই খুঁজে বের করতে হবে।
Find the Word Soap among Soup in 12 Secs
তবে হ্যাঁ সমাধানকারীদের হাতে সময় কিন্তু খুব কম মাত্র ১২ সেকেন্ডে আর এর মধ্যেই মনোযোগ সহকারে পর্যবেক্ষণ ক্ষমতাকে কাজে লাগিয়ে ধাঁধার সমাধান খুঁজে বের করতে হবে। সমাধানকারীদের সময় শুরু হল ঠিক এখন।
সব শব্দগুলি পর্যবেক্ষণ করতে থাকুন।
নিজের সমস্যা সমাধানের দক্ষতাকেও প্রমাণ করে ফেলা সম্ভব এর দ্বারা।
ঘড়ি বলছে সময় কিন্তু প্রায় শেষের পথে।
সমাধানকারীদের দেওয়া ১২ সেকেন্ড শেষ হল ঠিক এখানেই।
Solution
অনেকেই হয়তো ইতিমধ্যে ভিন্ন শব্দটিকে খুঁজে বের করে ফেলেছেন। তবে যারা পারেননি তাদেরও চিন্তার কারণ নেই। ভিন্ন শব্দটিকে বিশেষভাবে চিহ্নিতকরণ করে দেওয়া হল এই প্রতিবেদনেই।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি