
Optical Illusion: অপটিক্যাল ইলুয়েশনের মতো চোখের ধাঁধাঁগুলির বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। অপটিক্যাল ইলুয়েশনের (Optical Illusion) খেলাগুলির মাধ্যমে নিজের দৃষ্টি শক্তির পরীক্ষা করে নেওয়া যায়। যত বেশি এই জাতীয় ধাঁধার সমাধান করা যাবে, ততই নিজের সমাধান করার শক্তিকে বাড়িয়ে তোলা যাবে। এই জাতীয় খেলার মাধ্যমে মনের জোরও বাড়ানো যাচ্ছে অনেক বেশি, এমন কথাই বলছেন মনোবিজ্ঞানীরা। তাহলে আর দেরি না করে, শুরু করে দিন আজকের এই ধাঁধাটি সমাধানের কাজ।
Optical illusion: Find The Hidden Tomato Among These Cherries
আজকের এই প্রতিবেদনে এমন একটি ধাঁধা হাজির করা হয়েছে, এটা সম্পূর্ণ চোখের খেলা। একই জিনিসের মধ্যে থেকে খুঁজে বের করতে হবে একটি সম্পূর্ণ ভিন্ন জিনিসকে আর তার মাধ্যমে সমাধান বের করতে হবে। ছবিটিতে দেখা যাচ্ছে অনেকগুলি চেরি এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে এই লাল লাল চেরির মাঝে লুকিয়ে রয়েছে লাল লাল টমেটোও পর্যন্ত। এগুলোই খুঁজে বের করতে হবে সমাধানকারীকে। আপাত দৃষ্টিতে দেখে সব একই লাগলেও, আসলে কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে ভিন্ন জিনিস!
Find The Hidden Tomato Among These Cherries in 10 Seconds
সময় কিন্তু খুবই কম মাত্র ১০ সেকেন্ড! এর মধ্যেই তীক্ষ্ণ দৃষ্টি শক্তিকে কাজে লাগিয়ে গভীর পর্যবেক্ষণের মাধ্যমে উত্তর খুঁজে বের করতে হবে, যে কোন সমাধানকারীকে।
চক্ষু পরীক্ষা! মাত্র ১১ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করুন ভিন্ন আঙ্গুরের থোকাটিকে
Find The Hidden Tomato Among These Cherries: Solution
সময় এবার শেষের মুখে! খুঁজে কি পেলেন একাধিক লাল চেরির মাঝে লুকিয়ে থাকা লাল টমেটোগুলিকে? না পেলেও অসুবিধা নেই, সমাধানকারীদের উদ্দেশ্যে বিশেষভাবে চিহ্নিতকরণ করে দেওয়া হলো লাল টমেটোগুলিকে। তবে এই ছবিতে চেরি এবং টমেটোর পার্থক্য খুঁজে বের করাটা খুবই অসম্ভব। মেরুন চেরির মাঝখানেই লাল টমেটো উজ্জ্বল ভাবে রয়েছে, তাই গভীর পর্যবেক্ষণ করলেই সমাধান পাওয়া সম্ভব।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি