ট্রেন্ডিং

Optical illusion: ছবিতে ‘I’ এর ভিড়ে লুকিয়ে রয়েছে ‘J’ অক্ষরটি, মাত্র 20 সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে পারলেই আপনি জিনিয়াস

অপটিক্যাল ইলিউশনগুলি (Optical Illusions) সমাধানের জন্য শুধুমাত্র বুদ্ধি নয় প্রয়োজন প্রখর দৃষ্টিশক্তির।

Advertisements

Optical Illusions: বর্তমানে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকের পেজ স্ক্রল করলেই বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশনগুলি চোখে পড়ে। এইগুলি সমাধানের মধ্য দিয়ে একজন মানুষের বুদ্ধি বা তার IQ লেভেলের পরিচয় পাওয়া যায়। সকল মানুষই বুদ্ধির অধিকারী। তবে অপটিক্যাল ইলিউশনগুলি (Optical Illusions) সমাধানের জন্য শুধুমাত্র বুদ্ধি নয় প্রয়োজন প্রখর দৃষ্টিশক্তির। কারণ এইগুলি চোখের সামনে একপ্রকার ধাঁধার সৃষ্টি করে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে এই ধাঁধার সমাধান করতে হবে একজন সমাধানকারীকে। যার জন্য প্রয়োজন গভীর পর্যবেক্ষণ ক্ষমতা। বলা বাহুল্য, সোশ্যাল মিডিয়ায় এই অপটিক্যাল ইলিউশনগুলি মারাত্মক জনপ্রিয়তা লাভ করেছে। আজকের প্রতিবেদনে এরকমই একটি ধাঁধা উপস্থাপন করা হলো।

Optical illusion: Can You Find The Letter ‘J’

Optical Illusions:

Advertisements

উপরে ছবিটিতে দেখা যাচ্ছে ‘I’ অক্ষরটি একাধিকবার লেখা রয়েছে। আপাতদৃষ্টিতে এই সমস্ত অক্ষরগুলিকে একই রকম লাগলেও এরই মাঝে লুকিয়ে আছে ভিন্ন একটি অক্ষর যা খুঁজে বের করতে হবে একজন তীক্ষ্ণ দৃষ্টি শক্তি সম্পন্ন মানুষকে সমাধানকারী সুবিধার্থে জানিয়ে দেওয়া হল ভিন্ন অক্ষরটি হলো J। গভীর পর্যবেক্ষণ ক্ষমতা ও তীক্ষ্ণ দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে J অক্ষরটিকে খুঁজে বের করতে হবে।

Can You Find The Letter ‘J’ In 20 Secs

Optical illusion

তবে হ্যাঁ, সময় কিন্তু খুবই কম মাত্র ২০ সেকেন্ড এর মধ্যে নিজের দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে খুঁজে বের করতে হবে ভিন্ন অক্ষর J-কে। মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে হবে হবে ছবিটিকে। সময় শুরু হলো এখন।

গভীর মনোনিবেশের মাধ্যমে ধাঁধার সমাধান খুঁজে বের করতে হবে।

কী খুঁজে পাওয়া গেল J অক্ষরটিকে ?

সময় কিন্তু এগিয়ে চলেছে।

গভীরভাবে পর্যবেক্ষণ করলেই ‘I’- এর ভিড়ে ‘J’-কে খুঁজে পাওয়া যাবে।

সময় প্রায় শেষের মুখে।

‘J’-র ভিড়ে লুকিয়ে থাকা ‘I’-কে ১৩ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Solution

Optical Illusions:

সমাধানকারীদের দেওয়া ২০ সেকেন্ড শেষ হলো এখানেই। যারা ইতিমধ্যে অক্ষরটিকে চিহ্নিত করে ফেলেছেন তাদের দৃষ্টিশক্তির তারিফ করতে হয়। তবে যারা এখনও খুঁজে পাননি তাদের জন্য এই প্রতিবেদনের শেষে J অক্ষরটিকে আলাদাভাবে চিহ্নিতকরণ করে দেওয়া হলো।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles