Optical illusion: তীক্ষ্ণদৃষ্টি থাকলেই অসংখ্য ‘4’ এর মধ্যে লুকিয়ে থাকা ‘A’-কে খুঁজে পাবেন, সময় মাত্র ১০ সেকেন্ড
এই জাতীয় খেলার মাধ্যমে নিজের বুদ্ধি শক্তি এবং দৃষ্টিশক্তির পরীক্ষা করে নেওয়া যায়।

Optical Illusion: আপনারও কি রয়েছে ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টিশক্তি? আর সেটিরই পরীক্ষা করিয়ে নিতে চান? তাহলে তো অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) মতো চোখের ধাঁধাগুলি বেশ কার্যকরী। বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই জাতীয় ধাঁধাগুলি। যেখানে নিজের দৃষ্টিশক্তি, বুদ্ধিশক্তি, এমনকি সমস্যা সমাধানের দক্ষতাকেও প্রমাণ করে নেওয়া যাচ্ছে। আজকের এই প্রতিবেদনে এরকম একটি মজাদার ধাঁধা এনে হাজির করা হয়েছে। যার সমাধান বের করাটা হয়তো অতটাও সহজ হবে না! তাহলে আর দেরি না করে দেখে নিন।
Optical illusion: Find The Letter ‘A’ Between The Numbers ‘4’
ওপরে ছবিটির দিকে ভালোভাবে লক্ষ্য রাখুন। দেখুন অসংখ্যবার ইংরেজিতে 4 সংখ্যাটি লেখা রয়েছে। তবে অপটিক্যাল ইলুয়েশনের অর্থাৎ চোখের ধাঁধাতে এই জাতীয় সমস্যাই এনে হাজির করা হয়! আপাতদৃষ্টিতে দেখে সব সংখ্যাগুলো একই রকম মনে হলেও, এই সংখ্যার মধ্যেই লুকিয়ে রয়েছে একটি অক্ষর। এটিই খুঁজে বের করতে হবে একজন সমাধানকারীকে। তাহলে আর দেরি না করে শুরু করে দিন খোঁজার কাজ।
Find The Letter ‘A’ Between The Numbers ‘4’ in 10 Secs
হাতে সময় কিন্তু খুবই কম মাত্র ১০ সেকেন্ড। গভীর পর্যবেক্ষণের মাধ্যমে 4 সংখ্যাগুলির মধ্যে থেকে একটি অক্ষরকে খুঁজে বের করতে হবে। সমাধানকারীদের সুবিধার্থে বলে রাখা ভালো, সেই অক্ষরটি হল ‘A’। তাহলে আর দেরি কীসের? ঝটপট উত্তর খুঁজে বের করুন।
সমাধানকারীদের কাছে এই ছোট্ট অক্ষরটি খুঁজে বের করা সত্যিই খুব সমস্যার বিষয়।
সমাধান বের করতে গেলে গভীর পর্যবেক্ষণ থাকাটা একান্ত আবশ্যক।
এদিকে সময় কিন্তু শেষ হল ঠিক এখানেই।
অসংখ্য 76-এর মধ্যে থেকে খুঁজে বের করুন ’67’ সংখ্যাটিকে! সময় মাত্র ২০ সেকেন্ড
Find The Letter ‘A’ Between The Numbers ‘4’ in 10 Secs: Solution
কি, ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে পেলেন A অক্ষরটিকে? অতি সূক্ষ্ম ভাবে লেখা সংখ্যার মধ্যে থেকে অক্ষর খুঁজে পাওয়াটা সত্যি সহজ কাজ নয় ! যে এই ধাঁধার সমাধান বের করতে পেরেছে, তার দৃষ্টিশক্তি প্রশংসনীয়। তবে যে পারেনি তারও হতাশ হওয়ার কোনও কারণ নেই! অক্ষরটিকে বিশেষভাবে চিহ্নিতকরণ করে দেওয়া হলো শেষে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি