Optical illusion: অসংখ্য ৪৪ এর মধ্যে ৪৩ সংখ্যাটিকে খুঁজে বের করুন! সময় মাত্র ১২ সেকেন্ড
অপটিকাল ইলুয়েশন জাতীয় চোখের ধাঁধার মাধ্যমে নিজের দৃষ্টিশক্তি ঠিক কতটা প্রকট তা পরীক্ষা করে নেওয়া যাবে এক লহমায়

Optical illusion: সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধু একেকটি নজরকাড়া খেলা। যা নিয়ে একেবারে সময় পেরিয়ে যাচ্ছে সবার। কি দুর্দান্ত সব মজার ছলের খেলা গুলি, যা মুহূর্তেই মানুষের নজর কেড়ে নিচ্ছে। যেগুলোর মধ্যে অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) ছবিগুলি এখন বেশি রাজত্ব জমিয়ে রেখেছে সোশ্যাল মিডিয়া। যা মুহূর্তের মধ্যেই আকর্ষণ কেড়ে নিচ্ছে। যেগুলির উত্তর আপনার নাগালের মধ্যে থাকলেও মাঝে মধ্যে ধাঁধায় ফেলে দেয়। এই খেলা আপনার চোখের সঙ্গে সঙ্গে মস্তিষ্কেরও পরীক্ষা নিয়ে নিচ্ছে।
Today’s Optical Illusion
এই ইলিউশন ছবিগুলো শেয়ার করে বলা হয় যে, এই ছবিতে যা লুকিয়ে রয়েছে তা খুঁজে বের করুন। তাতেই বুদ্ধি এবং চোখ দুটোই পরীক্ষা হয়ে যাচ্ছে। যারা খুব তাড়াতাড়ি উত্তর দিচ্ছে তাঁরা জিনিয়াস বলেই অভিহিত হচ্ছে। আর যারা উত্তর দিতে পারছেনা, তাঁদের দুর্বল মস্তিষ্ক প্রমানিত হচ্ছে। কখনও কখনও মহান মানুষ, কখনও কখনও সংখ্যার সারি, আবার কখনও কখনও প্রাকৃতিক ল্যান্ডস্কেপের ভিতরেও কোন পশু-পাখিদের ছবি রয়েছে তা খুঁজে বের করতে বলা হয়। যা কিনা একেবারে জটিল করে তোলে আমাদের মস্তিষ্ক।
If You Have Sharp Eyes Find odd Number
সম্প্রতি আবারও একটি একটি অপটিক্যাল ইলিউশনের ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, পরপর সারিতে স্তম্ভ করে 44 লেখা আছে। কিন্তু এই 44-এর মাঝেই লুকিয়ে আছে 43 শব্দটি, সেটাই আপনাকে ১২ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে।
অসংখ্য ৪৫ এর মধ্যে ৪৬ সংখ্যাটিকে খুঁজে বের করুন! সময় মাত্র ২০ সেকেন্ড
Optical illusion: Solution
আপনি যদি এই ধাঁধার সমাধান খুঁজে পান তাহলে আপনাকে অভিনন্দন, আপনি জিনিয়াস প্রমাণিত। তবে, এক্ষেত্রে কারও সাহায্য না নিলেই আপনার পক্ষে সুবিধা। আপনি একটি চমৎকার কাজ করেছেন। আর যারা খুঁজে পান নি, তাঁরা চিন্তা করবেন না। মনোযোগ দিয়ে ছবিটিকে ভাল করে দেখুন। আসলে এই ধরনের ছবিগুলি এমনভাবেই তৈরী হয় যেখানে মানুষের মস্তিষ্কের সঙ্গে সঙ্গে চোখের পরীক্ষাও হয়ে যায়। এই ব্রেন টিজারের যে ছবিটি আছে ১১ নং সারির ৩ নং স্তম্ভে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি