Optical illusion: ‘Wain’ শব্দগুলির মধ্যে থেকে খুঁজে বের করুন ‘Main’ শব্দটিকে, সময় মাত্র ১২ সেকেন্ড
ধাঁধার সমাধানের মাধ্যমে বোঝা যাবে, কার মস্তিষ্ক কতটা দ্রুততার সাথে কাজ করে এবং কার দৃষ্টিশক্তি বেশি প্রকট।

Optical illusion: তীক্ষ্ণ দৃষ্টি শক্তির পরীক্ষা করার সময় এবার চলে এসেছে! তবে খুব অল্প সময়ের মধ্যেই তা প্রমাণ করতে হবে। ধাঁধার সমাধানের মাধ্যমে বোঝা যাবে, কার মস্তিষ্ক কতটা দ্রুততার সাথে কাজ করে এবং কার দৃষ্টিশক্তি (Optical illusion) বেশি প্রকট। আজকের এই প্রতিবেদনে এরকমই একটি অপটিক্যাল ইলুয়েশনের (Optical illusion) ধাঁধা হাজির করা হলো, যার মাধ্যমে খুঁজে বের করতে হবে অমিল শব্দটিকে। উত্তর দেওয়ার মাধ্যমেই বোঝা যাবে পাঠকের দৃষ্টিশক্তি ঠিক কতটা প্রকট।
Optical illusion: Find it Out If You Have Eagle Eyes
ছবিটি যে দেখাই যাচ্ছে একেবারেই শব্দের মেলা। যেখানে অসংখ্য ‘ Wain’ শব্দটি লেখা রয়েছে। এবার সমাধানকারীকে যেটা করতে হবে তা হল, গভীর পর্যবেক্ষণের মাধ্যমে এই ‘Wail’ শব্দটি থেকেই ‘Main’ শব্দটিকে খুঁজে বের করতে হবে। এর জন্য পাঠকেরা চাইলে খাতা-পেন নিয়ে বসে পড়তে পারে। আবার চাইলে আইপ্যাড ব্যবহার করেও এর উত্তর দিতে পারবে। তবে উত্তর কিন্তু তাকে নিজেকেই দিতে হবে।
Observation Find it Out: If You Have Eagle Eyes Find the Word Main in 12 Secs
মনোবিজ্ঞানীদের মতে ধাঁধার সমাধানের মাধ্যমে মনোযোগও বৃদ্ধি করা যাবে। এছাড়া এই ধাঁধার সমাধানগুলি বেশ মজাদার হয়ে থাকে। তাই আর দেরি না করে খুঁজে বের করুন সমাধানটি। সময় কিন্তু মাত্র ১২ সেকেন্ড!
অসংখ্য ‘Tall’ শব্দের মধ্যে লুকিয়ে আছে একটি ‘Ball’ শব্দ, ১৫ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস
Observation Find it Out: If you have Eagle Eyes Find the Word Main in 12 Secs: Solution
কি খুঁজে পেলেন ‘Main’ শব্দটিকে? সময়ে এবার শেষ হল! যারা গভীর মনোযোগ দিয়ে ধাঁধাটি দেখে সমাধানবের করেছে, তাদের বাহবা জানাতেই হয়। তবে যারা পারেনি তাদেরও হতাশ হওয়ার কোন কারণ নেই! ‘Main’ শব্দটিকে বিশেষভাবে চিহ্নিতকরণ করে দেওয়া হল এই ছবিটিতে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি