Optical illusion: চেরির ভিড়ে টমেটোটিকে খুঁজে বের করুন, সময় মাত্র 9 সেকেন্ড
বর্তমানে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকের পেজ স্ক্রল করলেই বিভিন্ন অপটিক্যাল ইলিউশনগুলি চোখে পড়ে।

Optical illusion: বর্তমানে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকের পেজ স্ক্রল করলেই বিভিন্ন অপটিক্যাল ইলিউশনগুলি চোখে পড়ে। এইগুলি সমাধানের মধ্য দিয়ে একজন মানুষের বুদ্ধি এবং তার I Q লেভেলের পরিচয় পাওয়া যায়। সকল মানুষই বুদ্ধির অধিকারী। তবে অপটিক্যাল ইলিউশনগুলি (Optical Illusions) সমাধানের জন্য শুধুমাত্র বুদ্ধি নয় প্রয়োজন প্রখর দৃষ্টিশক্তিও। কারণ এইগুলি চোখের সামনে একপ্রকার ধাঁধার সৃষ্টি করে। বলা বাহুল্য, সোশ্যাল মিডিয়ায় এই অপটিক্যাল ইলিউশনগুলি মারাত্মক জনপ্রিয়তা লাভ করেছে। আট থেকে আশি সকলেই এই প্রকার ধাঁধায় অংশ নিচ্ছে। আজকের প্রতিবেদনেও হাজির করা হয়েছে এরকমই একটি চোখের ধাঁধা।
Optical illusion: If You Have Eagle Eyes Find Tomato Among cherries
উপরে প্রদত্ত ছবিতে একাধিক চেরি দেখতে পাওয়া যাচ্ছে।চেরিগুলি এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপাতদৃষ্টিতে সবকটিকে চেরি মনে হলেও এরই মাঝে লুকিয়ে আছে টমেটো। যা খুঁজে বের করতে হবে একজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষকে। এমন ভাবেই ছবিটি তৈরি করা হয়েছে যাতে চেরির মধ্যে মিশে থাকা টমেটো টিকে শনাক্ত করতে বেশ সমস্যায় পড়তে হবে সমাধানকারীদের। তবে তীক্ষ্ণ দৃষ্টিশক্তির সাহায্যে খুঁজে পাওয়া যাবে টমেটোটিকে।
If you Have Eagle Eyes Find Tomato In 9 secs
তবে হ্যাঁ সময় কিন্তু খুবই কম মাত্র ৯ সেকেন্ড আর এর মধ্যেই নিজের দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে খুঁজে বের করতে হবে টমেটোটিকে। তাই মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে হবে। কাউন্টডাউন শুরু হল এখন।
গভীরভাবে মনোনিবেশ করে ধাঁধার সমাধান খুঁজে বের করতে হবে।
সময় প্রায় শেষের মুখে।
কি খুঁজে পাওয়া গেল চেরির মধ্যে লুকিয়ে থাকা টমেটোকে?
সমাধানকারীদের দেওয়া ৯ সেকেন্ড শেষ হলো ঠিক এখানেই।
ভিন্ন সংখ্যার মাঝে ‘672’ সংখ্যাটিকে খুঁজে বের করুন! সময় মাত্র 16 সেকেন্ড
Solution
ইতিমধ্যে অনেকেই হয়তো চেরিগুলির মধ্যে লুকিয়ে থাকা টমেটোকে চিহ্নিত করে ফেলেছেন তবে যারা পারেনি তাদেরও চিন্তার কারণ নেই ছবিতে বিশেষভাবে চিহ্নিত করে দেওয়া হয়েছে টমেটোটিকে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি