Optical illusion: খুঁজে বের করুন ’13’ সংখ্যাটিকে, সময় মাত্র 12 সেকেন্ড

Optical illusion: দৃষ্টিশক্তির এবং বুদ্ধিশক্তির পরীক্ষা করতে চাইলে, এই অপটিক্যাল ইলুয়েশনের মতো চোখের ধাঁধাগুলিতে সময় ব্যয় করুন। এই জাতীয় চোখের ধাঁধার মাধ্যমে অতি সহজেই নিজের তীক্ষ্ণ দৃষ্টিশক্তির পরীক্ষা করে নেওয়া যায়। মনোবিজ্ঞানীদের মতে, এই জাতীয় ধাঁধার সমাধানের মাধ্যমে মনোবল বাড়ে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় সুযোগ পেলেই পাঠকেরা এই জাতীয় ধাঁধার সমাধান করতে বসে পড়ছে। অতি অল্প সময়ের মধ্যেই কিছু শব্দ, কিছু ছবি, কখনো বা কিছু সংখ্যার মধ্যে মিল-অমিল বের করার মাধ্যমে ধাঁধার সমাধানে আসা সম্ভব হচ্ছে। আজকের এই প্রতিবেদনে এরকমই একটি চমৎকার মজার ধাঁধা হাজির করা হল। তাহলে আর দেরি না করে দেখে নিন।
Optical illusion: If You Have Eagle Eyes Find The Number 13
উপরের ছবিটিতে একাধিকবার ইংরেজিতে ’18’ সংখ্যাটি লেখা আছে, তা দেখাই যাচ্ছে। তবে আপাতত দৃষ্টিতে দেখে সব সংখ্যাগুলি এক মনে হলেও, এর মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে একটি ভিন্ন সংখ্যা আর এটিই খুঁজে বের করতে হবে একজন সমাধানকারীকে। ধাঁধার সমাধান দেওয়ার মাধ্যমে নিজের দৃষ্টিশক্তিরও পরীক্ষা হয়ে যাবে। তবে অবশ্যই এই জাতীয় ধাঁধার সমাধান বের করতে গেলে, গভীর পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।
If You Have Eagle Eyes Find The Number 13 in 12 Seconds
বলে রাখা ভালো হাতে সময়ও কিন্তু খুব কম, মাত্র ১২ সেকেন্ড আর এর মধ্যেই বুদ্ধি বের করে উত্তরও বের করতে হবে। যারা ইতিমধ্যেই ’18’ সংখ্যার মাঝে লুকিয়ে থাকা ’13’ সংখ্যাটিকে খুঁজে পেয়ে গেছেন, তাদের দৃষ্টিশক্তির ও বুদ্ধিশক্তির প্রশংসা না করে থাকা যায় না! তবে যারা পাননি, তারা শুরু করে দিন খোঁজার কাজ।
অসংখ্য ’76’ সংখ্যাগুলির মাঝখানে খুঁজে বের করুন ’67’ সংখ্যাটিকে! সময় মাত্র ২০ সেকেন্ড
If You Have Eagle Eyes Find The Number 13: Solution
সমাধানকারীদের সময় শেষ হলো ঠিক এখানেই। কি খুঁজে পেলেন ’13’ সংখ্যাটিকে? না পেলেও অসুবিধা নেই, দীর্ঘ অনুশীলনের মাধ্যমে সমাধান বের করা যাবে অতি সহজে। তবে এই ধাঁধার সমাধান বিশেষভাবে চিহ্নিতকরণ করে দেওয়া হলো সমাধানকারীদের উদ্দেশ্যে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি