ট্রেন্ডিং

Optical Illusion: অনুভূমিক দাগগুলির মধ্যে থেকে খুঁজে বের করুন বিড়ালটিকে, সময় মাত্র ১৩ সেকেন্ড

অপটিক্যাল ইলুয়েশনের এই জাতীয় খেলা গুলি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পাঠকদের কাছে। সোশ্যাল মিডিয়ার পাতায় এই ধরনের ধাঁধার সমাধান দিতে বেশ আগ্রহী হয়ে পড়ছে সকলে।

Advertisements

Optical illusion Game: নিজের দৃষ্টি শক্তির পরীক্ষা করে নিন একটি দারুণ সুন্দর ধাঁধার মাধ্যমে। এই চোখের ধাঁধার সমাধানের দ্বারা নিজের বুদ্ধিকেও কাজে লাগানো যাবে। এর সাথে তীক্ষ্ণ দৃষ্টি শক্তির পরীক্ষাও (Optical illusion) হয়ে যাবে। অপটিক্যাল ইলুয়েশনের এই জাতীয় খেলা গুলি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পাঠকদের কাছে। সোশ্যাল মিডিয়ার পাতায় এই ধরনের ধাঁধার সমাধান দিতে বেশ আগ্রহী হয়ে পড়ছে সকলে। আজকের এই প্রতিবেদনে এরকমই একটি ভিন্নধারার চোখের ধাঁধা হাজির করা হলো।

Spot the Cat Behind Horizontal Lines

Optical illusion

ধাঁধা এসে হাজির হয়েছে সকলের সামনে। যেখানে দেখা যাচ্ছে, একটি সাদা পাতার মধ্যে কালো দাগ দিয়ে অনেকগুলি অনুভূমিক রেখা টানা হয়েছে কিংবা কালো পাতার মধ্যে সাদা অনুভূমিক রেখাও হতে পারে। তবে আসল প্রশ্ন হল, এর মধ্যে লুকিয়ে রয়েছে একটি বিড়ালের চিত্র যা খুঁজে বের করতে হবে সমাধানকারীকে। অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি শক্তির মাধ্যমে এর উত্তর দেওয়া সম্ভব। এর সাথে মনের ধৈর্য রাখাটাও প্রয়োজনীয়।

Advertisements

বলুন তো লাল চাকতিতে ঘোড়া নাকি গরু রয়েছে? ৩ সেকেন্ডে উত্তর দিলেই আপনি জিনিয়াস

Spot the Cat Behind Horizontal Lines in 13 Seconds

Optical illusion

বলে রাখা ভালো, ঘড়িতে এখন থেকেই সেট করে নিতে হবে কারণ সময় মাত্র ১৩ সেকেন্ড। জিনিয়াস ব্যক্তিরা এর উত্তর খুঁজে পাবে অতি সহজেই। তবে যারা পারবেনা তাদের জন্য কিছু টিপস রইল।

Tips for Solution

Optical illusion

ছবিটিতে বেশ কয়েকটি সাদা বিন্দুর মাধ্যমে পেছনে বিড়ালের ছবিটি আঁকা হয়েছে। তাই বিন্দুগুলো খোঁজার চেষ্টা করুন।

না পেলে আপনার মাথা ঝাঁকাতে পারেন বেশ কয়েকবার।

চোখ ছোট-বড় করেও দেখার চেষ্টা করতে পারেন, বিন্দুগুলোর একটি অপরটির সাথে কিভাবে যুক্ত হচ্ছে।

কোন কিছুই না হলে ডেস্কটপ থেকে বেশ কিছুটা দূরে সরে গিয়ে বিন্দুগুলি বোঝার চেষ্টা করুন।

Optical Illusion Solution

Optical illusion

উত্তর দিতে না পারলেও অসুবিধা নেই; বিন্দুগুলিকে যুক্ত করে বিড়ালটি হাজির করা হয়েছে আপনার সামনে, দেখে নিন।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Facebook পেজটি

Related Articles