Optical Illusions: 44Z1- এর ভিড়ে খুঁজে বের করুন 4421 সংখ্যাটিকে, সময় মাত্র 15 সেকেন্ড
ধাঁধার সমাধানের মাধ্যমে জেনে নিন নিজের দৃষ্টিশক্তি ঠিক কতটা তুখর!

Optical illusion Challenge: আপনারও কি রয়েছে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি? তাহলে একবার চক্ষু পরীক্ষা করিয়ে নিন। ধাঁধার সমাধানের মাধ্যমে জেনে নিন নিজের দৃষ্টিশক্তি ঠিক কতটা তুখর! অপটিকাল ইলিউশনের এই ধাঁধাগুলিতে এভাবেই অতি সহজে নিজের দৃষ্টিশক্তির পরীক্ষা করে নেওয়া যায়। কার দৃষ্টি ঠিক কতটা তীক্ষ্ণ, তার প্রমাণ পাওয়া যায় এই জাতীয় চোখের ধাঁধার মাধ্যমে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে চোখের ধাঁধাগুলি। পাঠকরা ঠিক সময় বের করে, ধাঁধার সমাধান করতে বসে পড়ছে। বলাবাহুল্য শুধু তীক্ষ্ণ দৃষ্টিশক্তি নয়, এর পাশাপাশি পর্যবেক্ষণ করার ক্ষমতাও কিন্তু থাকতে হবে। তবে দেখে নেওয়া যাক আজকের ধাঁধাটি।
Optical illusion: Did You Find The Odd Number Among 44Z1?
ভালোভাবে ছবিটির দিকে লক্ষ করলে দেখা যাবে একাধিকবার ইংরেজিতে 44Z1 লেখা রয়েছে। আপাতদৃষ্টিতে সবকটিকে একই রকম লাগলেও এরই মাঝে লুকিয়ে আছে একটি ব্যতিক্রমী নম্বর। যা খুঁজে বের করতে হবে একজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষকে। সঙ্গে পর্যবেক্ষণ ক্ষমতাকেও কাজে লাগাতে হবে।
Can You Find The Number In 15 Secs?
১৫ সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারলেই আপনি জিনিয়াস! তবে সমীক্ষা বলছে মাত্র ১ শতাংশ মানুষ সঠিক উত্তরটি দিতে পেরেছে। চটপট খোঁজার কাজ শুরু করে দিন। ধৈর্য সহকারে গভীরভাবে মনোনিবেশ করতে করলেই নম্বরটিকে দ্রুত খুঁজে পাওয়া যাবে।
কি খুঁজে পাওয়া গেল নম্বরটিকে?
সময় কিন্তু প্রায় শেষের মুখে।
মাত্র ১৫ সেকেন্ডে 2- এর ভিড়ে লুকিয়ে থাকা 5-কে খুঁজে পেলেই আপনি জিনিয়াস!
Solution
উত্তর পেলেন? না পেলেও অসুবিধা নেই! ইতিমধ্যে যারা খুঁজে পেয়েছেন তাদের দৃষ্টিশক্তির তারিফ করতে হবে। তবে যারা পারেননি তাদের চিন্তার কোনো কারণ নেই। সমাধানকারীদের জন্য প্রতিবেদনের শেষে বিশেষভাবে চিহ্নিত করে দেওয়া হলো উত্তরটি।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি