ট্রেন্ডিং

Optical Illusion Challenge: ছবির মধ্যে লুকিয়ে থাকা বাঁশিগুলিকে খুঁজে বের করুন, মাত্র 17 সেকেন্ডে। 

অপটিক্যাল ইলিউশনগুলি সমাধানের মধ্য দিয়ে একজন মানুষের দৃষ্টিশক্তি বা তার IQ লেভেলের পরিচয় পাওয়া যায়। 

Advertisements

Optical Illusions Vison Challenge: বর্তমানে মানুষের বিনোদনের অন্যতম হাতিয়ার সোশ্যাল মিডিয়া। কাজের ফাঁকে এক টুকরো আনন্দের জন্য মানুষ ডুব দেয় সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকের পেজ স্ক্রল করলেই বিনোদনের পাশাপাশি চোখের সামনে উঠে আসছে বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন। যা সমাধানের মধ্য দিয়ে একজন মানুষের দৃষ্টিশক্তি বা তার IQ লেভেলের পরিচয় পাওয়া সম্ভব। এই ধরনের অপটিক্যাল ইলিউশনগুলি চোখের সামনে এক প্রকার ধাঁধার সৃষ্টি করে। চারপাশের কোনো জিনিস গভীরভাবে পর্যবেক্ষণ করার ক্ষমতা প্রদান করে এই প্রকার ইলিউশনগুলি। বর্তমানে এই ধাঁধার সমাধানে মনোনিবেশ করেছেন আট থেকে আশি সকলেই। অপটিক্যাল ইলিউশনগুলি (Optical Illusions) সমাধানের জন্য প্রখর দৃষ্টিশক্তির পাশাপাশি গভীর পর্যবেক্ষণ ক্ষমতাও জরুরি। বর্তমানে নেটিজেনদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই প্রকার চোখের ধাঁধাগুলি। আজকের প্রতিবেদনে এমনই একটি ইলিউশন উপস্থাপন করা হলো।

Optical Illusion vision Challenge: Find 10 Flutes

Optical illusion

Advertisements

উপরের ছবিটিতে দেখা যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ গাছের নিচে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছেন। কৃষ্ণের হাতের বাঁশি সহ এই ছবিতেই লুকিয়ে রয়েছে আরও ৯টি বাঁশি। যা খুঁজে বের করতে একজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষকে। সূক্ষ দৃষ্টিশক্তির সাহায্যে বাঁশিগুলিকে খুঁজে বের করতে হবে। এই অপটিক্যাল ইলিউশনগুলি মানুষের দিকে একপ্রকার চ্যানেল ছুঁড়ে দেয়।

Optical Illusion vision Challenge: Find 10 Flutes In 17 seconds

Optical illusion

তবে হ্যাঁ সমাধানকারীদের হাতে সময় কিন্তু খুব কম। মাত্র ১৭ সেকেন্ড। এরই মধ্যে গভীর পর্যবেক্ষণ ও তীক্ষ্ণ দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে বাঁশিগুলিকে খুঁজে বের করতে হবে। সময় শুরু হলো ঠিক এখন।

মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে হবে ছবিটিকে।

একটু ভালোভাবে গাছ এবং পাহাড়ের কাছে বাঁশিগুলি পর্যবেক্ষণ করতে থাকুন।

ঘড়ির সময় প্রায় শেষের মুখে।

ছবিতে লুকিয়ে রয়েছে একটি বিড়াল, ৫ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

Solution

Optical Illusion Challenge: ছবির মধ্যে লুকিয়ে থাকা বাঁশিগুলিকে খুঁজে বের করুন, মাত্র 17 সেকেন্ডে। 

সমাধানকারীদের দেওয়া ১৭ সেকেন্ড শেষ হলো ঠিক এখানেই।ইতিমধ্যে অনেকেই হয়তো বাঁশিগুলিকে শনাক্ত করতে পেরেছেন। যারা বাঁশিগুলি খুঁজে পেয়েছেন তাদের দৃষ্টিশক্তি সত্যিই প্রখর কিন্তু যারা পাননি তাঁদের জন্য উত্তরটি প্রতিবেদনের শেষে ছবিতে চিহ্নিত করে দেওয়া হল।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles