Optical Illusions: তীক্ষ্ণদৃষ্টির সাহায্যে 5 সেকেন্ডের কম সময়ে একই অক্ষরের ভিড়ে মিশে যাওয়া ভিন্ন অক্ষরটিকে খুঁজে বের করুন!
বর্তমানে বিনোদনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অতি জনপ্রিয় হয়ে উঠেছে অপটিক্যাল ইলিউশনের ধাঁধাগুলি।

Optical Illusions: বর্তমান সময়ে কর্মব্যস্তময় মানুষের জীবনে আনন্দের রসদ জোগাচ্ছে সোশ্যাল মিডিয়া। বিনোদনে ভরপুর সোশ্যাল মিডিয়ায় পাতা খুললেই চোখের সামনে ভেসে আসে একের পর এক বিনোদনের ভিডিও। দেশ বিদেশের নানা খবর। তবে বর্তমানে এইসব বিনোদনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অতি জনপ্রিয় হয়ে উঠেছে অপটিক্যাল ইলিউশনের ধাঁধাগুলি। তীক্ষ্ণ দৃষ্টিশক্তিকে ব্যবহার করে একই জিনিসের ভিড়ে ভিন্ন জিনিসকে চিহ্নিতকরণের মাধ্যমে ধাঁধার সমাধানে আসা যাচ্ছে। এই ধাঁধাগুলি মানুষের আইকিউ লেভেলকেও বাড়িয়ে তুলছে সমানভাবে। তবে ধাধাগুলির সমাধানে শুধু দৃষ্টিশক্তি না পাশাপাশি পর্যবেক্ষণ ক্ষমতাকেও কাজে লাগাতে হবে। আজকের এই প্রতিবেদনে এরকম একটি মজাদার ধাঁধা হাজির করা হল। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে এটি।
Optical illusion: Find The Odd Letter Among MM
উপরে ছবিটির দিকে লক্ষ করলে দেখা যাবে, পরপর M অক্ষরটি লেখা রয়েছে। এরই মাঝে লুকিয়ে আছে ভিন্ন একটি অক্ষর। যা খুঁজে বের করতে হবে সমাধনকারীকে। কিন্তু M অক্ষরটি এমনভাবেই সেগুলি লেখা হয়েছে যা সমাধানকারীদের সামনে একপ্রকার বিভ্রম সৃষ্টি করেছে। এখন চ্যালেঞ্জ হলো নির্দিষ্ট সময়ের মধ্যে ভিন্ন অক্ষরটিকে খুজে বের করা।
Find The Odd Letter Less Than 5 Sec
তবে আর দেরি না করে, শুরু করে দেওয়া যাক খোঁজার কাজ। তবে অবশ্যই ঘড়িটাকে সেট করে নিতে হবে খোঁজার আগে। কারণ হাতে সময় ৫ সেকেন্ডেরও কম।
খোঁজার সুবিধার্থে বলে দেওয়া ভালো ভিন্ন অক্ষরটি হল N।
এইবার খুব ভালোভাবে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে হবে প্রতিটি অক্ষরকে। সঙ্গে কাজে লাগাতে হবে দৃষ্টিশক্তিকে।
সময় প্রায় শেষের মুখে।
মাত্র 12 সেকেন্ডে ভিন্ন শব্দগুলির মাঝে ‘Soap’ শব্দটিকে খুঁজে বের করতে পারলেই আপনি জিনিয়াস
Solution
ইতিমধ্যে অনেকেই হয়তো চিহ্নিতকরণ করে ফেলেছেন একই অক্ষরের ভিড়ে মিশে যাওয়া ভিন্ন অক্ষরটিকে। তবে যারা পারেননি তাদের বারংবার অনুশীলনের প্রয়োজন রয়েছে। ভিন্ন অক্ষরটিকে বিশেষভাবে চিহ্নিতকরণ করে দেওয়া হলো প্রতিবেদনের শেষে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি