Optical illusion: ‘G!rl’- এর ভিড়ে খুঁজে বের করুন ‘Girl’ শব্দটিকে! সময় মাত্র 10 সেকেন্ড
বর্তমানে সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) নামক চোখের ধাঁধা।

Optical Illusions Challenge: বর্তমানে সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) নামক চোখের ধাঁধা। ১৩ থেকে ৮৩ অত্যন্ত মজার সহিত এই ধাঁধার সমাধান করছেন। আজকাল সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন চোখে পড়ছে যার মধ্যে অন্যতম হলো স্পট দ্য ডিফারেন্স। এই ক্ষেত্রে বিভিন্ন ছবি, সংখ্যা বা শব্দের ভিড়ে হারিয়ে যাওয়া ভিন্ন অক্ষর,ছবি বা শব্দকে শনাক্তকরণ করতে হয় খুব কম সময়ের মধ্যে। এর দ্বারা একজন মানুষের দৃষ্টিশক্তি এবং বুদ্ধিমত্তা দুয়েরই পরিচয় মিলে। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে একটি অপটিক্যাল ইলিউশন। আজকের প্রতিবেদনে উপস্থাপন করা হলো সেই অপটিক্যাল ইলিউশনটি।
Optical illusion: Spot The Word Girl Among G!rl
উপরের ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, G!rl শব্দটি একাধিকবার লেখা রয়েছে। আপাতদৃষ্টিতে সবকটি শব্দকে একই রকম লাগলেও এরই মাঝে লুকিয়ে আছে একটি Girl শব্দটি। যা খুঁজে বার করতে হবে সমাধানকারীদের। সূক্ষ্ম পর্যবেক্ষণের দ্বারা G!rl- এর মধ্যে শনাক্ত করতে হবে Girl-কে।
Spot The Word Girl Less Than 10 Secs
তবে হ্যাঁ সমাধানকারীদের হাতে সময় একদমই নেই। মাত্র ১০ সেকেন্ড। এর মধ্যে Girl শব্দটিকে খুঁজে বের করতে হবে। যার জন্য প্রয়োজন সূক্ষ্ম পর্যবেক্ষণ ও তীক্ষ্ণ দৃষ্টিশক্তি। সময় শুরু হল ঠিক এখন।
মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে হবে শব্দটিকে।
ঘড়ির কাঁটা বলছে সময় প্রায় শেষের মুখে।
সময় শেষ। অনেকেই হয়তো খুঁজে পেয়ে গেছেন ভিন্ন শব্দটিকে।
ভিন্ন সংখ্যার মাঝে ‘672’ সংখ্যাটিকে খুঁজে বের করুন! সময় মাত্র 16 সেকেন্ড
Solution
কি খুঁজে পাওয়া গেল ভিন্ন শব্দটি? ইতিমধ্যে যারা Girl শব্দটিকে শনাক্ত করতে পেরেছেন তাদের দৃষ্টিশক্তির তারিফ করতে হয়। তবে যারা পারেননি তাদের জন্য প্রতিবেদনের শেষে উত্তর বিশেষভাবে চিহ্নিত করে দেওয়া হলো।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি