
Optical illusion: আপনি কী তীক্ষ্ণ দৃষ্টিশক্তির অধিকারী? যে কোনো জিনিস খুব সহজেই খুঁজে পেয়ে যান! তবে চক্ষু পরীক্ষা করিয়ে নিতে একবার অপটিক্যাল ইলিউশন জাতীয় চোখের ধাঁধায় অংশ নিয়ে দেখুন আর ধাঁধার সমাধানের মাধ্যমে জেনে নিন নিজের দৃষ্টিশক্তি ঠিক কতটা তুখর! বর্তমানে সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে এই অপটিকাল ইলিউশনের ধাঁধাগুলি। এই ধাঁধাগুলির সাহায্যে অতি সহজে নিজের দৃষ্টিশক্তির পরীক্ষা করে নেওয়া সম্ভব। ইদানিং পাঠকরা তাদের ফাঁকা সময়ে ধাঁধার সমাধান করতে বসে পড়ছে। বলাবাহুল্য শুধু তীক্ষ্ণ দৃষ্টিশক্তি নয়, এর পাশাপাশি পর্যবেক্ষণ করার ক্ষমতাও কিন্তু থাকতে হবে। আজকের প্রতিবেদনে একটি ধাঁধা হাজির করা হলো নেটিজেনদের জন্য।
Optical illusion: Did You Find The Lolipop Among Icecream
ভালোভাবে ছবিটির দিকে লক্ষ করলে নানা রঙের একাধিক আইসক্রিম দেখতে পাওয়া যাচ্ছে। ছবিটিতে সবকটিকে আইসক্রিম লাগলেও এর মধ্যে লুকিয়ে আছে একটি ললিপপ। আর যা খুঁজে বের করতে হবে একজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তির মানুষকে। সঙ্গে পর্যবেক্ষণ ক্ষমতাকেও কাজে লাগাতে হবে।
Can You Find The Lilopop Within 6 Secs?
তবে চ্যালেঞ্জ হলো মাত্র ৬ সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর খুঁজে বের করতে হবে। তবে সমীক্ষা বলছে মাত্র ১ শতাংশ মানুষ এই ধাঁধার সঠিক উত্তর দিতে পেরেছেন। চটপট খোঁজার কাজ শুরু করে দিতে হবে। ধৈর্য সহকারে গভীরভাবে মনোনিবেশ করতে করলেই আইসক্রিমের ভিড়ে লুকিয়ে থাকা ললিপপকে দ্রুত খুঁজে পাওয়া যাবে।
কি খুঁজে পাওয়া গেল ললিপপটিকে?
একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলেই আইসক্রিমের মধ্যে ললিপপটিকে খুঁজে পাওয়া যাবে।
সময় কিন্তু প্রায় শেষের মুখে।
Solution
সমাধানকারীদের দেওয়া সময় শেষ হলো ঠিক এখানেই। কি উত্তর খুঁজে পেলেন? না পেলেও অসুবিধা নেই! সঠিক পর্যবেক্ষণের দ্বারা এর উত্তর বের করতে হবে। প্রতিবেদনের শেষে বিশেষভাবে চিহ্নিত করে দেওয়া হলো ললিপপটিকে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি