ট্রেন্ডিং

Optical Illusion: একই সংখ্যার ভিড়ে লুকিয়ে আছে ব্যতিক্রমী একটি সংখ্যা, খুঁজে বের করুন মাত্র 10 সেকেন্ডে

বর্তমানে এই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছে অপটিক্যাল ইলিউশন জাতীয় চোখের ধাঁধা। এই ধাঁধার সমাধানের মধ্যে দিয়ে সকলেই ফিরে পাচ্ছেন তাদের এক মুঠো শৈশবকে।

Advertisements

Optical Illusions Vison Challenge: বর্তমানে মানুষের অবসর যাপনের অন্যতম হাতিয়ার সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ পৃথিবীর যেকোন প্রান্তে ঘটে যাওয়া ঘটনা চলে আসছে মানুষের হাতের মুঠোয়। খবরের পাশপাশি একরাশ বিনোদনের ডালি সাজিয়ে মানুষের সামনে উপস্থাপন করে এই সোশ্যাল মিডিয়া। বর্তমানে এই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছে অপটিক্যাল ইলিউশন (Optical illusion) জাতীয় চোখের ধাঁধা। এই ধাঁধার সমাধানের মধ্যে দিয়ে সকলেই ফিরে পাচ্ছেন তাদের এক মুঠো শৈশবকে। তাই সকল বয়সের মানুষই উৎসাহের সঙ্গে এই প্রকার ধাঁধার সমাধানে সামিল হচ্ছেন। কখনো কোনো ছবি, অক্ষর বা সংখ্যার মধ্যে মিল-অমিল খুঁজে বের করার মধ্যে দিয়ে ধাঁধার সমাধানে আসছেন সকলেই। সম্প্রতি একটি অপটিক্যাল ইলিউশনের ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আজকের এই প্রতিবেদনে সেই ইলিউশনটি উপস্থাপন করা হলো।

Optical illusion: Spot The Different Number Among 72P

Optical illusion

Advertisements

উপরে প্রদত্ত ছবিটিতে একাধিকবার 72P সংখ্যাটি লেখা রয়েছে। আপাতদৃষ্টিতে সব সংখ্যাগুলিকে একই রকম লাগছে। কিন্তু এটিই আসল চোখের ধাঁধা! কারণ এই একই সংখ্যার ভিড়ে লুকিয়ে আছে ভিন্ন একটি সংখ্যা। যা চিহ্নিতকরণ করতে হবে একজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তি যুক্ত সমাধানকারীকে। সঙ্গে পর্যবেক্ষণ ক্ষমতাকেও ব্যবহার করতে হবে।

Can You find The Different Number in 10 sec ?

Optical illusion

সমাধানকারীদের হাতে সময়ও কিন্তু সীমিত মাত্র ১০ সেকেন্ড আর এর মধ্যে মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে হবে ভিন্ন সংখ্যাটিকে। খোঁজার কাজ শুরু করে দেওয়া যাক। সময় শুরু হলো এখন।

১০

কী খুঁজে পেলেন!

এই অপটিক্যাল ইলিউশনের সমাধানের মাধ্যমে একজন মানুষের IQ লেভেলের পরিচয় পাওয়াও সম্ভব।

সমাধানকারীদের উদ্দেশ্যে একটি ছোট্ট ক্লু দেওয়া হল। ভিন্ন সংখ্যাটি হল 729। তীক্ষ্ণ দৃষ্টিশক্তি ও পর্যবেক্ষণ ক্ষমতাকে কাজে লাগিয়ে খুঁজতে হবে ভিন্ন সংখ্যাটিকে।

সময় কিন্তু শেষের মুখে।

ছবিতে ‘7’ এর ভিড়ে লুকিয়ে আছে ‘L’ অক্ষরটি, ১০ সেকেন্ডে খুঁজে পেলেই চ্যাম্পিয়ন

Solution

Optical illusion

সমাধানকারীদের সময় শেষ হলো ঠিক এখানেই। ইতিমধ্যে অনেকেই একই সংখ্যার ভিড়ে হারিয়ে যাওয়া ভিন্ন সংখ্যাটিকে খুঁজে পেয়েছেন। তবে যারা পাননি তাদের জন্য সমাধান হাজির করা হয়েছে প্রতিবেদনের শেষে।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles