ট্রেন্ডিং

Optical illusion: তীক্ষ্ণদৃষ্টি থাকলেই ‘297’- এর ভিড়ে খুঁজে পাবেন ‘267’ সংখ্যাটি, সময় মাত্র ১০ সেকেন্ড

বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই জাতীয় ধাঁধাগুলি। কখনো সংখ্যা, কখনো শব্দ, কখনো বা ছবির মধ্যে মিল-অমিল খুঁজে বের করার মাধ্যমে ধাঁধার সমাধানে আসা যাচ্ছে।

Advertisements

Optical Illusions: তীক্ষ্ণ দৃষ্টিশক্তির পরীক্ষা করে নিতে চাইলে অপটিক্যাল ইলিউশনের ধাঁধাগুলি হল অন্যতম। একই জিনিসের ভিড়ে হারিয়ে যাওয়া কোনো ভিন্ন জিনিসকে খুঁজে বের করার মাধ্যমে, ধাঁধার সমাধান খুঁজে বের করা সম্ভব। তীক্ষ্ণ দৃষ্টিশক্তির পাশাপাশি বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার জন্য, বিভিন্ন বয়সের মানুষেরা অংশগ্রহণ করে এই ধাঁধায়। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই জাতীয় ধাঁধাগুলি। কখনো সংখ্যা, কখনো শব্দ, কখনো বা ছবির মধ্যে মিল-অমিল খুঁজে বের করার মাধ্যমে ধাঁধার সমাধানে আসা যাচ্ছে। আজকের এই প্রতিবেদনেও একটি মজাদার ধাঁধা উপস্থিত করা হলো। ধাঁধার সমাধানের মাধ্যমে নিজের বুদ্ধিমত্তার পরীক্ষা করে নিন আরও একবার।

Optical illusion: If You have Eagle Eyes Find The Number ‘267’

Optical illusion

Advertisements

উপরের ছবিটিতে দেখা যাচ্ছে ইংরেজিতে একাধিকবার ‘297’ সংখ্যাটি লেখা রয়েছে। সংখ্যাটি এতবার লেখা হয়েছে যে, আপাতদৃষ্টিতে দেখে মনে হবে সব সংখ্যাগুলোই এক। তবে আদতে কিন্তু এটি একেবারেই ভুল! এই সংখ্যাগুলির ভিড়েই লুকিয়ে রয়েছে ‘267’ সংখ্যাটি, যা খুঁজে বের করতে হবে একজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তি যুক্ত সমাধানকারীকে। এর পাশাপাশি গভীরভাবে পর্যবেক্ষণও করতে হবে ছবিটিকে।

If You have Eagle Eyes Find The Number ‘267’ in 10 Secs

Optical illusion: তীক্ষ্ণদৃষ্টি থাকলেই '297'- এর ভিড়ে খুঁজে পাবেন '267' সংখ্যাটি, সময় মাত্র ১০ সেকেন্ড

তবে হ্যাঁ, সমাধানকারীদের হাতে সময় একেবারেই সীমিত মাত্র ১০ সেকেন্ড। এর মধ্যেই ‘267’ সংখ্যাটিকে চিহ্নিতকরণ করতে হবে। তাই মনোযোগ সহকারে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে ছবিটিকে।

যুক্তির দ্বারা সমস্যা সমাধানের দক্ষতাকে প্রমাণ করার এক সুবর্ণ সুযোগ এটি।

সমাধানকারীদের সময় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

ভিন্ন সংখ্যাটিকে চিহ্নিতকরণ করার চেষ্টা করুন।

কি খুঁজে পাওয়া গেল সংখ্যাটিকে?

তীক্ষ্ণদৃষ্টি থাকলেই ‘B’ অক্ষরটি খুঁজে পাবেন, সময় মাত্র ১২ সেকেন্ড

Solution

Optical illusion

সমাধানকারীদের দেওয়া ১০ সেকেন্ড শেষ হলো ঠিক এখানেই। অনেকেই হয়তো ইতিমধ্যে সংখ্যাটিকে চিহ্নিতকরণ করে ফেলেছেন। তবে যারা পারেননি তাদেরও চিন্তার কারণ নেই। ছবিটিতে ঠিক শেষের আগের সারিতে উপর থেকে ১৩ নম্বরে রয়েছে ‘267’ সংখ্যাটি। যা প্রতিবেদনের শেষে বিশেষভাবে চিহ্নিতকরণ করে দেওয়া হলো।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles