Optical Illusions: পেঙ্গুইনের ভিড়ে মিশে যাওয়া পান্ডাকে শনাক্ত করুন, সময় মাত্র 8 সেকেন্ড
তীক্ষ্ণ দৃষ্টিশক্তি ও পর্যবেক্ষণ ক্ষমতাকেও ব্যবহার করতে হয় ধাঁধার সমাধানে

Optical Illusions: ইদানিং সোশ্যাল মিডিয়ার পাতায় প্রতিদিনই ভাইরাল হচ্ছে কোনো না কোনো অপটিক্যাল ইলিউশন। এই ইলিউশনগুলি চোখের সামনে একপ্রকার ধাঁধার সৃষ্টি করে। যার সমাধান করতে হয় সাধারণ মানুষদের। তীক্ষ্ণ দৃষ্টিশক্তি ও পর্যবেক্ষণ ক্ষমতাকেও ব্যবহার করতে হয় ধাঁধার সমাধানে। যে কোনো ছবি বা আঁকাকেই অপটিক্যাল ইলিউশন হিসাবে চালিয়ে দেওয়া হয়ে থাকে। এই ইলিউশনগুলি সমাধান করা খুব কঠিন না হলেও চ্যালেঞ্জের। কারণ খুব অল্প সময়ে এই ধাঁধার সমাধান বের করতে হয়। সম্প্রতি একটি ইলিউশন ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। আজকের প্রতিবেদনে সেই অপটিক্যাল ইলিউশনটি হাজির করা হলো নেটিজেনদের জন্য।
Optical illusion: Can You Spot The Panda?
উপরের ছবিটির দিকে লক্ষ করলে অনেকগুলি পেঙ্গুইন দেখতে পাওয়া যাবে। পেঙ্গুইনগুলি এমনভাবেই রয়েছে যার মধ্যে থেকে একটি ভিন্ন প্রাণীকে খুঁজে বের করা কঠিন হবে। সমাধানকারীদের সুবিধার্থে বলে দেয়া হলো ভিন্ন প্রাণীটি হলো একটি পান্ডা। এখন চ্যালেঞ্জ হলো এই সাদা কালো পেঙ্গুইনের ভিড়ে মিশে যাওয়া পান্ডাকে শনাক্ত করা।
Can You Spot The Panda In 8 Secs?
তবে সমাধানকারীদের হাতে সময় খুবই কম মাত্র ৮ সেকেন্ড। এর মধ্যে তীক্ষ্ণ দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে পেঙ্গুইনের ভিড়ে মিশে যাওয়া পান্ডাকে শনাক্ত করতে হবে। কাউন্টডাউন শুরু হল ঠিক এখন।
৮
৭
৬
৫
সময় প্রায় শেষের মুখে। মনোযোগ সহকারে খুঁজতে থাকুন পান্ডাটিকে।
৪
৩
২
১
সময় শেষ হলো এখানেই।
Solution
কি খুঁজে পেলেন পান্ডাটিকে? অনেকেই হয়তো খুঁজে পেয়ে গেছেন আবার অনেকেই হারিয়ে গিয়েছেন সাদা কালো পেঙ্গুইনের ভিড়ে। তবে চিন্তার কোনো কারণ নেই পান্ডাটিকে প্রতিবেদনের শেষে বিশেষভাবে চিহ্নিত করে দেওয়া হলো।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি