Optical Illusions Test: ছবিটিতে ‘E’- এর মাঝে খুঁজে বের করুন ‘B’-কে, সময় মাত্র ১৫ সেকেন্ড
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে এই অপটিক্যাল ইলিউশনগুলি।

Optical Illusions Test: বর্তমানে কর্মব্যস্ত মানুষদের আনন্দের রসদ জোগায় সোশ্যাল মিডিয়া। দিনের শেষে সোশ্যাল মিডিয়া খুললেই চোখের সামনে ভেসে ওঠে বিভিন্ন ধরনের নাচ, গান বা অন্যান্য ধরনের মজার ভিডিও। যা দেখে ফাঁকা সময় অতিবাহিত করে মানুষ। তবে বর্তমানে বিনোদনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতায় স্থান করে নিয়েছে অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিবিভ্রমগুলি। এই ধরনের ইলিউশনগুলি চোখের সামনে একরাশ ধাঁধার সৃষ্টি করে। যা সমাধান করতে হয় একজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষকে। এই ধরনের ধাঁধার সমাধানের মধ্য দিয়ে একজন মানুষের বুদ্ধি বা IQ লেভেলের পরিচয় পাওয়া যায়। অপটিক্যাল ইলিউশনগুলি সমাধানের জন্য বুদ্ধির পাশাপাশি প্রয়োজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তি। তীক্ষ্ণ দৃষ্টিশক্তির সাহায্যে বিভিন্ন দৃষ্টিকোন থেকে ধাঁধার সমাধানে আসা সম্ভব। বলা বাহুল্য, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে এই অপটিক্যাল ইলিউশনগুলি (Optical Illusions) আজকের এই প্রতিবেদনেও এরকম একটি ধাঁধা উপস্থাপন করা হলো।
Optical illusion: Can You Find The Letter ‘B’?
উপরের ছবিটিতে দেখা যাচ্ছে অসংখ্যবার ‘E’ লেখা রয়েছে। আপাত দৃষ্টিতে দেখে সব অক্ষরগুলিকে একই রকম মনে হলেও এরই মাঝে লুকিয়ে রয়েছে ভিন্ন একটি অক্ষর। যা খুঁজে বের করতে হবে একজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষকে। খোঁজার সুবিধার্থে বলে দেওয়া হল ভিন্ন অক্ষরটি হলো ‘B’। সূক্ষ্ম পর্যবেক্ষণ ও তীক্ষ্ণ দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে দ ‘E’ আর ‘B’- এর মধ্যে পার্থক্য খুঁজে বের করতে হবে।
Can You Find The Letter ‘B’ among ‘E’ in 15 Sec
তবে হ্যাঁ সমাধানকারীদের হাতে সময় কিন্তু সীমিত, মাত্র ১৫ সেকেন্ড। এরই মধ্যে গভীর পর্যবেক্ষণ ও তীক্ষ্ণ দৃষ্টিশক্তিকে কাজে লাগিয়ে ভিন্ন অক্ষরটিকে চিহ্নিতকরণ করতে হবে। সময় শুরু হল ঠিক এখন।
মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে হবে প্রতিটি অক্ষরকে।
সমস্যা সমাধানের দক্ষতাকে প্রমাণ করার এটি একটি অন্যতম উপায়।
ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে।
সময় কিন্তু শেষের মুখে।
ছবিতে লুকিয়ে থাকা ‘M’- অক্ষরটিকে খুঁজে বের করুন, সময় মাত্র 15 সেকেন্ড
Solution
সমাধানকারীদের দেওয়া ১৫ সেকেন্ড শেষ হলো ঠিক এখানেই। যারা ইতিমধ্যে ভিন্ন অক্ষরটিকে চিহ্নিতকরণ করে ফেলেছেন তাদের দৃষ্টিশক্তির তারিফ করতে হবে। তবে যারা পারেননি তাদের জন্য উত্তর রয়েছে এই প্রতিবেদনেই। বিশেষভাবে তা চিহ্নিতকরণ করে দেওয়া হলো প্রটিবেদনের শেষে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি