ট্রেন্ডিং

Optical Illusion: একই শব্দের ভিড়ে ভিন্ন শব্দকে খুঁজুন মাত্র 14 সেকেন্ডে!

বর্তমান দিনে এই অপটিক্যাল ইলিউশন (Optical Illusions) বা দৃষ্টিবিভ্রম বেশ জনপ্রিয়তা লাভ করেছে নেটজনতার কাছে।

Advertisements

Optical Illusions Vison Challenge: ইদানিং সোশ্যাল মিডিয়ায় বিনোদনের পাশাপাশি এমন কিছু বুদ্ধির খেলা ভাইরাল হয় যার জন্য প্রয়োজন তীক্ষ্ণ দৃষ্টিশক্তি ও বুদ্ধিদীপ্ততা। এই সমস্ত বুদ্ধির খেলাগুলিতে মানুষ আগ্রহ সহকারে অংশগ্রহণ করে থাকেন। বর্তমান দিনে এই অপটিক্যাল ইলিউশন (Optical Illusions) বা দৃষ্টিবিভ্রম বেশ জনপ্রিয়তা লাভ করেছে নেটজনতার কাছে। অপটিক্যাল ইলিউশনগুলি আদতে খুব সোজা লাগলেও এইগুলির সঠিক সমাধানের জন্য প্রয়োজন প্রখর দৃষ্টিশক্তি ও পর্যবেক্ষণ ক্ষমতা। এই অপটিক্যাল ইলিউশনগুলির মধ্যে অন্যতম অড-ওয়ান ধাঁধা। এই ধাঁধাগুলি একটি উপভোগ্য এবং আকর্ষক কার্যকলাপ অফার করে থাকে। এটি একা অথবা দলবদ্ধ ভাবে সমাধান করা যেতে পারে যা সামাজিক মিথস্ক্রিয়া এবং সহযোগিতাকে উৎসাহিত করে। আজকাল নিজের অবসর সময়ে এই মজার ধাঁধাগুলিতেই অংশ নেয় নেটিজেনরা। আজকের প্রতিবেদনে তেমনই একটি মজাদার ধাঁধা উপস্থাপন করা হলো।

Optical illusion: Did You Find The Different Word Among Wake?

Optical illusion

Advertisements

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অড-ওয়ান ধাঁধা ভাইরাল হয়েছে যেখানে একাধিকবার Wake শব্দটি লেখা হয়েছে।আপাতদৃষ্টিতে প্রতিটি শব্দকে একই লাগলেও এর মধ্যে লুকিয়ে আছে ভিন্ন একটি শব্দ। যা খুঁজে বের করতে হবে সমাধানকারীকে।

Can you Find The Different Word in 14 Secs ?

Optical illusion

Advertisements

এখন চ্যালেঞ্জ হল মাত্র ১৪ সেকেন্ডের মধ্যে ছবিটির মধ্য থেকে ভিন্ন শব্দটিকে খুঁজে বের করা। ১৪ সেকেন্ডের মধ্যে ব্যতিক্রমী শব্দটিকে খুঁজে পেলেই বোঝা যাবে IQ লেভেল খুবই ভালো। ছবিটিকে একটু ভালো ভাবে লক্ষ করলেই অড-ওয়ান শব্দটিকে খুঁজে পাওয়া যাবে।

সময় শুরু হয়ে গিয়েছে।

ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে প্রতিটি শব্দকে।

খুঁজে পাওয়া গেল?

আচ্ছা, সমাধানকারীদের সুবিধার্থে একটি ছোট্ট ক্লু দেওয়া হল। শব্দটি হল Make।

দ্বিতীয়বার ধৈর্য ধরে খুঁজতে থাকুন শব্দটি।

সময় কিন্তু এগিয়ে যাচ্ছে। ৫,৪,৩,২,১..

সময় শেষ হল ঠিক এখানেই।

অসংখ্য ‘558’-র মাঝে ‘553’ সংখ্যাটিকে খুঁজে বের করুন, সময় মাত্র ১৪ সেকেন্ড

Solution

Optical illusion

খুঁজে পেলেন? না পেলেও চিন্তার কোনো কারণ নেই উত্তরটিকে ছবির মধ্যে চিহ্নিত করে উপস্থাপন করা হলো। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে এই ধাঁধার সমাধান করতে পেরেছেন তাঁদের দৃষ্টিশক্তির সত্যিই তারিফ করা উচিত।

এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের  Google News পেজটি

Related Articles