
Viral Video: বর্তমানে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ার দ্বারা অনেক প্রতিভাই এখন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে অতি সহজেই। ৮ থেকে ৮০ সকলেই এখন সোশ্যাল মিডিয়ার দর্শক। তাই যেকোন ভিডিও ভাইরাল (Viral Video) হতেও সময় নিচ্ছে না বেশি। ঠিক এভাবেই নেট দুনিয়ার পাতায় ভাইরাল হয়ে উঠল এক রাজমিস্ত্রির কন্ঠ।
ভাইরাল রাজমিস্ত্রির গান
Viral Painter Song
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই যুবকের এই গান নিয়ে শুরু হয়েছে চর্চা। এক মধ্যবয়সী রাজমিস্ত্রির কন্ঠ অরিজিৎ সিংকেও ছাপিয়ে যাওয়ার মতো। তার গান শুনে নেট জনতা আপাতত প্রশংসায় পঞ্চমুখ। সোশ্যাল মিডিয়ার দাঁড়াই তার এই প্রতিভা রীতিমতো ঘরে ঘরে পৌঁছে গেছে। সকলেই সুমধুর কন্ঠের অধিকারী ওই রাজমিস্ত্রির প্রশংসা করতে ছাড়েনি।
মনমুগ্ধকর! পিয়ানো বাজিয়ে হনুমান চালিশা গাইছে ছোট্ট বালক, ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটপাড়া
Viral Video on Instagram
ইনস্টাগ্রামের পাতায় ‘আর্টিস্ট জোন আইজি’ নামের একটি পেজ থেকে এই ভিডিওটি ভাইরাল হয়েছিল। ভিডিওটিতে দেখা গেছে, ওই রাজমিস্ত্রি যুবকটি রীতিমতো খালি গলায় ‘খামোশিয়া’ গানটি গাইছে এবং সে নিজের সাথে অরিজিৎ সিং-এর (Arijit Singh) গলার মিল আছে কিনা, সেটিও সকলের কাছে জানতে চেয়েছে! তবে বলা বাহুল্য, খালি গলায় তার এই গান অপূর্ব শুনতে লাগছিল। তার কোন এক সহকর্মী এই গানটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে আর তারপরেই নানান মন্তব্য, লাইকর শেয়ারের বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে। নেটেজেনদের মতে, ওই রাজমিস্ত্রি যদি আরও বেশি প্রশিক্ষণ নেয়, তাহলে সে সুপ্রতিষ্ঠিত গায়ক হতে পারবে।
এরকম আরও প্রতিবেদন পড়তে ফলো করতে পারেন আমাদের Google News পেজটি